বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডমিনেটরসকে জয়ের জন্য ১১৪ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে খুলনা টাইগার্স।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টস জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ঢাকার অধিনায়ক নাসির হোসেন। ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১১৩ রানের পুঁজি দাঁড় করায় অধিনায়ক ইয়াসির আলির দল।
ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি খুলনার। দলীয় ১১ রানের মাথায় ঢাকার অধিনায়ক নাসির হোসেনের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন শারজিল খান। ১১ বল খেলে ৭ রান করে আউট হন তিনি। পরের ওভারেই আল আমিন হোসেনের বলে ৪ রান করে আউট হন মুনিম শাহরিয়ার।
এরপর বেশি সময় টিকতে পারেননি আরেক ওপেনার তামিম ইকবালও। বাউন্ডারি মারতে গিয়ে ১৫ বলে ৮ রান করে আরাফাত সানির বলে ক্যাচ আউট হন তিনি। ২৮ রানে ৩ উইকেট হারিয়ে দারুণ চাপে পড়ে খুলনা।
এরপর দলের হাল ধরার চেষ্টা করেন ইয়াসির আলী ও পেইসার মোহাম্মদ সাইফুউদ্দিন। মাঝে আজম খানকে বোল্ড করে ফিরিয়ে দেন সানি।
১৪তম ওভারে ইয়াসির আলী আউট হন ২৫ বলে ২৪ রান করে। তিনি এক চার ও এক ছয়ের মারে এ রান করেন।
অন্যদিকে সাইফউদ্দিন ২৮ বলে ১৯ রান করলেও বাকিদের কেউই আর ঝোড়ো কোনো ইনিংস খেলতে পারেননি।
ঢাকার হয়ে পেসার আল আমিন হোসেন ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে নেন ৪টি উইকেট। এ ছাড়া নাসির ও সানি নেন দুটি করে উইকেট।