এক দিন আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিপিএলকে ‘যা-তা’ হিসেবে আখ্যায়িত করেছিলেন তিনি।
সাকিবের মন্তব্যের রেশ কাটতে না কাটতে আগুনে ঘি ঢেলে দিলেন মাশরাফি মোর্ত্তজা। বিপিএলের মান নিয়ে এবারে মুখ খুললেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। মাশরাফি গলা মিলিয়েছেন সাকিবের সঙ্গে। তবে একটু ভিন্নভাবে। ম্যাশের মতে, বিপিএলের অবস্থা হ-য-ব-র-ল।
মাশরাফি বলেন, ‘পরিবেশ দেখলে আপনার তা-ই মনে হবে। কারণ, এক মাঠে ৬-৭ দল অনুশীলন করছে। রংপুর যেমন তাদের নিজ দায়িত্বে নিজেদের মাঠে অনুশীলন করছে। এ বিষয়গুলো কিন্তু ম্যাটার করে। আয়োজন সঠিকভাবে করতে হবে।’
‘আপনি খালি চোখে যে কেউ এসে দেখেন যে একই মাঠে সবকিছু হচ্ছে, অনুশীলন হচ্ছে। এটা হ-য-ব-র-ল ব্যাপার। দিন শেষে খেলার মাঠে খেলার মতোই খেলা হয়। একটা টুর্নামেন্টের সৌন্দর্য আছে। শুরুর দিকে একটা হাইপ তোলার ব্যাপার আছে। এ জিনিসটা হয় তো আমরা শুরু থেকেই পারিনি, এটা সত্য।’