এশিয়ান ফেডারেশন অব কর্পোরেট ফুটবলের (ফাফকো) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ইমরানুর রহমান। তিনি এর আগে সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট ফর স্ট্র্যাটেজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইমরানুর রহমান কর্পোরেট ফুটবল সংগঠক হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। তিনি ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ’র একজন পরিচালক।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইমরানুর বলেন, ‘এটা অবশ্যই আমার ও দেশের জন্য অত্যন্ত গর্বের। নতুন দায়িত্ব পেয়ে আামি খুবই আনন্দিত। এটি আমাকে বাংলাদেশের ফুটবলের উন্নয়ন ও প্রসারে আরও কাজ করতে অনুপ্রাণিত করবে।
‘কর্পোরেট ফুটবল কাপে এশিয়া দ্রুত বর্ধনশীল অঞ্চলের প্রতিনিধিত্ব করছে। আমি এই চ্যালেঞ্জটি গ্রহণ করতে পেরে আনন্দিত।’
তিনি বলেন, ‘আমার সমস্ত সাফল্যের জন্য বাবা সিদ্দিকুর রহমানের কাছে চিরঋণী। তিনি সবসময় ফুটবলের প্রতি আমার আবেগকে সমর্থন করেছেন। আমার প্রতিটি সাফল্য এসেছে মায়ের দোয়ায়। আর আমার স্ত্রী সামিরা আলম আমার শক্তি।
‘ফুটবল দলের সকল খেলোয়াড় ও সমর্থকদের আমি ধন্যবাদ জানাই, যারা আমাকে বড় স্বপ্ন দেখতে সাহায্য করেছেন। আমি বাংলাদেশে ফুটবলের উন্নয়নে অবদান রাখতে পারব বলে আশা করছি।’
ইমরান স্বপ্ন দেখেন বাংলাদেশের পরবর্তী প্রজন্ম মাদক থেকে সম্পূর্ণ দূরে থাকবে। তারা ফুটবল খেলবে, খেলাটাকে উপভোগ করবে।