করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থায় আছে নিউজিল্যান্ড। স্বাগতিক দলের চেয়ে তারা এগিয়ে আছে ২৯৫ রানে। দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৫৪। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৪৪৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।
৬ উইকেটে ৩০৯ রান নিয়ে খেলতে নেমে টেইল এন্ডারদের দৃঢ়তায় সাড়ে চার শর কাছাকাছি স্কোর করে নিউজিল্যান্ড। দশম উইকেটে সফরকারী দলের পক্ষে ৯৪ রান যোগ করেন ম্যাট হেনরি ও আজাজ প্যাটেল।
প্যাটেল ৩৫ রান করে আউট হন। হেনরি ৬৮ রানে অপরাজিত থাকেন।
পাকিস্তানের হয়ে আবরার আহমেদ নেন চার উইকেট। আঘা সালমান ও নাসিম শাহ নেন তিনটি করে উইকেট।
ব্যাট করতে নেমে আব্দুল্লাহ শফিক ও শান মাসুদের উইকেট হারায় স্বাগতিকরা। শফিক ১৯ ও মাসুদ ২০ রান করে আউট হন।
বাবর আজম ২৪ রানে রানআউট হলে বিপাকে পড়ে পাকিস্তান। সেই পরিস্থিতি সামাল দেন ইমাম উল হক ও সাউদ শাকিল।
দিন শেষে ৭৪* রান নিয়ে খেলছিলেন ইমাম। আর ১৩ রান নিয়ে খেলছিলেন সাউদ।