ভারত সিরিজের আগ মুহূর্তে কুঁচকির ইনজুরিতে সিরিজ থেকে ছিটকে যেতে হয় তামিম ইকবালকে। প্রথমে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর টেস্ট সিরিজে তাকে পেতে আশাবাদী ছিল বোর্ড ও টিম ম্যানেজমেন্ট। কিন্তু শেষ পর্যন্ত টেস্টেও ফেরা হয় নি তামিমের।
বোর্ডের অধীনে দুই সপ্তাহের পর্যবেক্ষণে ছিলেন ওয়ানডে অধিনায়ক। এরপর শুরু হয় তার পুনর্বাসন প্রক্রিয়া।
ভারতের বিপক্ষে খেলতে না পারলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর দিয়ে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন তামিম ইকবাল। আর নিজের ফেরার বার্তাটা তামিম দিয়ে রাখলেন খুলনা টাইগার্সের অনুশীলনে।
অনুশীলন শেষে তামিমের ফেরার বিষয়টি নিশ্চিতও করেছেন বিপিএলে তার দল খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ সুজন।
মঙ্গলবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের অনুশীলন শেষে সুজন বলেন, ‘তামিম খুব ভালোভাবে চোট থেকে সেরে উঠেছে। নেটেও ভালো ব্যাটিং করেছে। আমি ওকে বলেছি ধীরে সুস্থে খেলতে।’
‘৭ তারিখে টুর্নামেন্ট। আজকে ৩ তারিখ। আমরা কাল একটা প্র্যাকটিস ম্যাচ খেলব। তামিম সেখানে ব্যাটিং করবে। সে ফিট। খেলার জন্য প্রস্তুত।’
বিপিএল শুরুর দ্বিতীয় দিন মাঠে নামবে তামিমের খুলনা। ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে এবারের আসরের যাত্রা শুরু হবে তাদের।