আগের ম্যাচেই লাল কার্ড দেখার কারণে মাঠে নামানো হয়নি নেইমারকে। ছিলেন না লিওনেল মেসিও। এই দুই তারকা ফুটবলারের অভাবটা বেশ ভালোভাবেই টের পেল প্যারিস সেইন্ট জার্মেই। লাঁসের বিপক্ষে ৩-১ গোলে হেরে বছরের শুরু করতে হয়েছে ফ্রেঞ্চ জায়ান্টদের।
এই জয়ের সুবাদে টেবিলের দুইয়ে থাকা লাঁস পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে টেবিলের শীর্ষে থাকা পিএসজির সঙ্গে। ১৭ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ৪৪ আর লাঁসের ৪০।
টানা ২৫ ম্যাচ অপরাজিত থাকা পিএসজি ম্যাচের পঞ্চম মিনিটেই প্রথম ধাক্কা খেয়ে বসে।
লাঁসের একটি আক্রমণ জিয়ানলুইজি দোনারুম্মা ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ায় ফাঁকায় বল পেয়ে যান মিসলাভ ফ্রাঙ্কোভস্কি। সহজেই সেই বল জালে পাঠিয়ে দলকে লিড এনে দেন পোলিশ এ উইঙ্গার।
তবে তিন মিনিটের মাথায় সমতায় ফেরে ফ্রেঞ্চ জায়ান্টরা। নর্দি মুকিয়েলের বাড়ানো বল প্রায় ঠেকিয়ে দিয়েছিলেন লাঁস গোলরক্ষক ব্রাইস সাম্বা। কিন্তু সাম্বা বল নিজের নিয়ন্ত্রণে নেওয়ার আগেই সেখান থেকে গোল বের করে আনেন উগো একিতিকে।
২৮তম মিনিটে ফের এগিয়ে যায় স্বাগতিকরা। ডি বক্সে বল পেয়ে যাওয়া লোইস ওপেনদা লাঁসের ব্যবধান করে দেন ২-১।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় লাঁস। অ্যালেক্সিস-ক্লদ-মরিসের জোরালো শটে পরাস্থ করেন পিএসজি গোলরক্ষককে।
এরপর ম্যাচের বাকিটা সময় আর ফেরা সম্ভব হয়নি পিএসজির। যে কারণে ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।