বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিপিএলে ডিআরএস না থাকায় হতাশ সালাউদ্দিন

  •    
  • ১ জানুয়ারি, ২০২৩ ১৭:৪৮

সালাউদ্দিন বলেন, ‘এত বড় একটা টুর্নামেন্ট, ডিআরএস না থাকলে তো আমাদের একটু মন খারাপ হবেই। যেকোনো একটা সিদ্ধান্তের কারণে আপনি পুরো টুর্নামেন্টটা হেরে যেতে পারেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা উঠছেশুক্রবার। দেশের ক্রিকেটের ফ্ল্যাগশিপ এ এ আসরে গত বছরের মতো এবারও শুরুতে থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। তবে ডিআরএসের বিকল্প হিসেবে এডিশনাল ডিসিশন রিভিউ সিস্টেম (এডিআরএস) থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

এই প্রযুক্তির ব্যবহার করা নিয়ে আগেরবারও সমালোচনা কম হয়নি। এবারের আসরে ডিআরএস না থাকায় বেশ হতাশ কুমিল্লা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

মিরপুরে রোববার দলের অনুশীলনের পর সালাউদ্দিন বলেন, ‘এত বড় একটা টুর্নামেন্ট, ডিআরএস না থাকলে তো আমাদের একটু মন খারাপ হবেই। যেকোনো একটা সিদ্ধান্তের কারণে আপনি পুরো টুর্নামেন্টটা হেরে যেতে পারেন।

‘যেহেতু আপনারা অনেক সময় পেয়েছিলেন, আপনাদের বোর্ডের তো অনেক টাকা। এই ধরনের টুর্নামেন্টে ডিআরএস থাকা উচিত। আমি মনে করি, এত বড় একটি টুর্নামেন্টে অবশ্যই ডিআরএস থাকা উচিত।’

বিপিএলের সবচেয়ে সফল কোচ সালাউদ্দিনের হাত ধরে শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারও তিনি গড়েছেন শক্তিশালী দল।নিজের সাফল্য নিয়ে নিয়ে বলেন, ‘দলের সাফল্য বা ব্যর্থতা অনেক সময় কোচদের দেয়া হয়। তবে এখানে কোচদের হাতে খুব বেশি কিছু থাকে না। হাতে যদি প্রতিভা না থাকে, ক্রিকেটার না থাকে; তাহলে আপনি যত বড় কোচই হোন না কেন, ম্যাজিক দেখানো সম্ভব না।

এ বিভাগের আরো খবর