বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসিকে ‘ট্রিপল ক্রাউন’ ক্লাবে স্বাগত কাকার

  •    
  • ১ জানুয়ারি, ২০২৩ ১৩:৫২

৩৫ বছর বয়সী মেসির আগে এমন গৌরব অর্জন করেছেন ৯ জন ফুটবলার। এ মাইলফলক স্পর্শ করা সবাই বিশ্বকাপ, চ্যাম্পিয়নস লিগ ও অন্তত একবার ব্যালন ডর জিতেছেন।

লিওনেল মেসির হাত ধরে ৩৬ বছরের শিরোপা খরা কাটাল আর্জেন্টিনা। মেসির ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছু অর্জন করলেও বাকি ছিল শুধু বিশ্বকাপ। এবার বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে মেসি পৌঁছে গেছেন অনন্য এক মাইলফলক ‘ট্রিপল ক্রাউন’ ক্লাবে।

৩৫ বছর বয়সী মেসির আগে এমন গৌরব অর্জন করেছেন ৯ জন ফুটবলার। এ মাইলফলক স্পর্শ করা সবাই বিশ্বকাপ, চ্যাম্পিয়নস লিগ ও অন্তত একবার ব্যালন ডর জিতেছেন।

মেসি ৪ বার ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ ও সাতবার ব্যালন ডর জিতলেও বাকি ছিল শুধু একটি বিশ্বকাপ জয়। যা এবার তিনি কাতার বিশ্বকাপের মধ্য দিয়েই অর্জন করেছেন।

মেসির আগে এ মাইলফলক স্পর্শ করা সাবেক ব্রাজিলীয়ান তারকা কাকা স্বাগত জানিয়েছেন তাকে। কাকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘ক্লাবে স্বাগতম, লিও মেসি।’

‘ট্রিপল ক্রাউন’ ক্লাবের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন স্যার ববি চার্লটন, যিনি ১৯৬৬ সালে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জয়, ১৯৬৮ সালের ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইউরোপিয়ান কাপ এবং ১৯৬৬ সালের ব্যালন ডর জিতেছিলেন।

জার্মানির গ্রেট ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ১৯৭৪ সালে বিশ্বকাপ জিতেছিলেন। পরে তিনি বায়ার্ন মিউনিখের হয়ে তিনটি ইউরোপীয় কাপ ও ১৯৭২ এবং ১৯৭৬ সালে ব্যালন ডর জেতেন।

তার সতীর্থ জার্মান কিংবদন্তি গার্ড মুলারও এ ক্লাবে আছেন। তিনি ১৯৭৪ সালে বিশ্বকাপও জিতেছিলেন। ১৯৭৪ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত টানা ইউরোপিয়ান কাপ এবং ১৯৭০ সালে ব্যালন ডর জিতেন।

১৯৮২ সালের বিশ্বকাপ, ১৯৮৫ ইউরোপিয়ান কাপ এবং ১৯৮২ সালে ব্যালন ডর হাতে পাওয়ার পর পাওলো রসি এ তালিকার একমাত্র ইতালীয় প্রতিনিধি।

জিনেদিন জিদান ক্লাবের আরেক সদস্য যিনি ১৯৯৮ সালের বিশ্বকাপ, ২০০২ সালে চ্যাম্পিয়নস লিগ এবং ১৯৯৮ সালে ব্যালন ডর জিতেন।

ব্রাজিলের ত্রয়ী রোনালদিনিও, রিভালদো ও কাকা সবাই ক্লাবের সদস্য কারণ তারা ২০০২ বিশ্বকাপ জিতেছে এবং তাদের নামে একাধিক চ্যাম্পিয়নস লিগ এবং ব্যালন ডর রয়েছে।

এ বিভাগের আরো খবর