সাউথ আফ্রিকায় প্রথমবারের মতো শুরু হচ্ছে নারী অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। ১৪ জানুয়ারি শুরু হতে যাওয়া টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টের জন্য বৃহস্পতিবার ঘোষণা করা ১৫ জনের দলে রয়েছেন জাতীয় দলের লেগ স্পিনার রাবেয়া খান, উইকেটকিপার ব্যাটার দিলারা আক্তার ও অলরাউন্ডার মারুফা আক্তার। এ ছাড়া নিউজিল্যান্ড সিরিজে জাতীয় দলের ওয়েটিং লিস্টে থাকা দিশা বিশ্বাসকে করা হয়েছে যুবদলের অধিনায়ক।
১৪ জানুয়ারি বেনোনিতে উদ্বোধনী দিনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এই আসরেও অংশ নেবে মোট ১৬ দল। আইসিসির পূর্ণ সদস্য ১১ দলের সঙ্গে ৫টি সহযোগী সদস্যদেশ খেলবে বিশ্বকাপে।
পূর্ণ সদস্যদের মধ্যে নেই শুধু আফগানিস্তান। সহযোগী দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া ও রুয়ান্ডা প্রথমবারের মতো অংশ নেবে বিশ্বকাপে। ১৬টি দলকে ভাগ করা হয়েছে ৪ গ্রুপে।
এ-গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র। বি-গ্রুপে পাকিস্তানের সঙ্গে আছে ইংল্যান্ড, জিম্বাবুয়ে ও রুয়ান্ডা।
আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং ইন্দোনেশিয়া লড়বে সি-গ্রুপে। আর স্বাগতিক সাউথ আফ্রিকার সঙ্গে ডি-গ্রুপে আছে ভারত, স্কটল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।
১ জানুয়ারি সাউথ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ দল।
বাংলাদেশ দল: দিশা বিশ্বাস (অধিনায়ক), স্বর্ণা আক্তার (সহ-অধিনায়ক), রাবেয়া খান, মারুফা আক্তার, দিলারা আক্তার, মিষ্টি রানী, রিয়া আক্তার, সুমাইয়া আক্তার, আফিয়া হুমাইরা, উন্নতি আক্তার, দীপা খাতুন, লেকি চাকমা, আশরাফি ইয়াসমিন, জান্নাতুল মাওয়া, মোছাম্মৎ ইভা।
স্ট্যান্ডবাই: সুবর্ণা কর্মকার, নিশিতা আক্তার, রাবেয়া খাতুন, জুয়ারিয়া ফেরদৌস।
বাংলাদেশের ম্যাচ সূচি
১৪ই জানুয়ারি বনাম অস্ট্রেলিয়া (উইলোমুর পার্ক, বেনোনি)১৬ই জানুয়ারি বনাম শ্রীলঙ্কা (উইলোমুর পার্ক বি, বেনোনি)১৮ই জানুয়ারি বনাম যুক্তরাষ্ট্র (উইলোমুর পার্ক বি, বেনোনি)