বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বছরের শেষ ম্যাচে নেইমারের লাল কার্ড, এমবাপের গোল

  •    
  • ২৯ ডিসেম্বর, ২০২২ ০৯:৪৭

স্টার্সবুর্গের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ফরাসি জায়ান্টরা। দল জয় পেলেও দুঃসংবাদ বয়ে এনেছেন নেইমার। ম্যাচে লাল কার্ড দেখতে হয়েছে তাকে।

বিশ্বকাপ মিশন শেষ করে এবারে লিগের লড়াই শুরু করেছেন এমবাপে-নেইমাররা। পিএসজির হয়ে চলতি বছরের শেষ ম্যাচে দলকে এনে দিয়েছেন জয়। স্টার্সবুর্গের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ফরাসি জায়ান্টরা।

দল জয় পেলেও দুঃসংবাদ বয়ে এনেছেন নেইমার। ম্যাচে লাল কার্ড দেখতে হয়েছে তাকে।

আর সে কারণে নতুন বছরে লিগের হয়ে পিএসজির প্রথম ম্যাচে পাওয়া যাবে না ব্রাজিলিয়ান এই তারকাকে।

ঘরের মাঠে ম্যাচের ১৪তম মিনিটেই লিড নেয় পিএসজি। নেইমারের অ্যাসিস্টে দলকে লিড এনে দেন মার্কিনিয়োস।

বিরতির পর এই মার্কিনিয়োসের সুবাদেই সমতায় ফেরে স্টার্সবুর্গ। ম্যাচের ৫১তম মিনিটে নিজের জালে নিজেই বল জড়িয়ে বসেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। দুই পক্ষের হয়ে দুই গোল করে নির্ধারিত সময়ে ম্যাচের ফল সমতায় রাখেন তিনি।

তবে পিএসজি বড় হোঁচট খায় ম্যাচের ৬২তম মিনিটে। ৬১তম মিনিটে থমাসনকে ফাউলের কারণে হলুদ কার্ড দেখতে হয় নেইমারকে। পরের মিনিটেই সেটি লাল কার্ডে পরিণত হয় যখন তিনি প্রতিপক্ষের ডি বক্সে কোনো ফাউলের শিকার না হয়েই ডাইভ দিয়ে বসেন। আর তাতেই চোখের পলকে ১০ জনের দলে পরিণত হয় পিএসজি।

নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে সমতায় থাকে। কিন্তু ইনজুরি টাইমে ষষ্ঠ প্রতিপক্ষের জালে আছড়ে পড়ে কিলিয়ান এমবাপের শট। সেখান থেকে জালের ঠিকানা খুঁজে নিয়ে দলের জয় নিশ্চিত করেন ফরাসি এই স্ট্রাইকার।

এ বিভাগের আরো খবর