বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জোড়া শতকে লিডে নিউজিল্যান্ড

  •    
  • ২৮ ডিসেম্বর, ২০২২ ১৮:৪২

দুই সিনিয়র ব্যাটার টম লেইথাম ও কেইন উইলিয়ামসনের সেঞ্চুরিতে দিন শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ৪৪০ রান। স্বাগতিকদের চেয়ে ২ রানে এগিয়ে রয়েছে সফরকারীরা।

পাকিস্তানের বিপক্ষে করাচি টেস্টের তৃতীয় দিন শেষে শক্ত অবস্থানে আছে নিউজিল্যান্ড। দুই সিনিয়র ব্যাটার টম লেইথাম ও কেইন উইলিয়ামসনের সেঞ্চুরিতে দিন শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ৪৪০ রান। স্বাগতিকদের চেয়ে ২ রানে এগিয়ে রয়েছে সফরকারীরা।

বিনা উইকেটে ১৬৫ রান নিয়ে খেলতে নেমে তৃতীয় দিনও বোলারদের ওপর প্রাধান্য বজায় রাখেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। করাচির ব্যাটিং সহায়ক উইকেটে ডেভন কনওয়ে সেঞ্চুরি না পেলেও লেইথাম নিজের ১৩তম সেঞ্চুরি পূর্ণ করে নেন।

কনওয়ে প্রথম ঘণ্টাতেই নুমান আলির বলে এলবিডব্লিউ হন। তার ব্যাট থেকে আসে ৯২ রান। এরপর লেইথামকে সঙ্গ দেন সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন।

সেঞ্চুরি পূর্ণ করার পর ১১৩ রানে আবরার আহমেদের বলে বিদায় নেন লেইথাম। অন্যপ্রান্তে রানের চাকা সচল রাখেন উইলিয়ামসন।

হেনরি নিকোলস, ড্যারিল মিচেল ও টম ব্লান্ডলকে নিয়ে ছোট ৩টি জুটি গড়ে এগুতে থাকেন পাকিস্তানের প্রথম ইনিংসের সংগ্রহ ৪৩৮ রানের দিকে।

নিকোলস ২২ রান করে নুমানের বলে আউট হন। আর ৪২ রান করা মিচেলকে ফেরান আবরার। ৪৭ রানে মোহাম্মদ ওয়াসিমের বলে ফেরেন ব্লান্ডল।

নিজের ২৫তম সেঞ্চুরি করে ব্ল্যাকক্যাপদের লিড এনে দেন উইলিয়ামসন। দিনশেষে তিনি ১০৫ রানে অপরাজিত ছিলেন। তার সঙ্গে ১ রান নিয়ে খেলছেন ইশ সোধি।

এ বিভাগের আরো খবর