সাত বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। মার্চে শুরু হবে দুই দলের সিরিজ। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও বিসিবির পক্ষ থেকে সিরিজের সূচি নিশ্চিত করা হয়েছে।
ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বাংলাদেশে আসবে ইংল্যান্ড। দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। ১ মার্চ থেকে শুরু হবে সিরিজ।
ঢাকায় ১ মার্চ ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড লড়াই। দ্বিতীয় ম্যাচ একই ভেন্যুতে ৩ মার্চ। ৬ মার্চ চট্টগ্রামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
দুই দিন বিরতির পর ৯ মার্চ চট্টগ্রামেই শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১২ মার্চ আবার ঢাকায় ম্যাচ খেলবে দুই দল। ১৪ মার্চ শেরে বাংলায় শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ ও ইংল্যান্ড।
এর আগে, ২০১৬ সালে সবশেষ বাংলাদেশ সফরে এসেছিল ইংল্যান্ড। সেবার দুই দলের টেস্ট সিরিজ ড্র হয় ১-১। তার আগে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেয় ইংলিশরা।
দুই দলের মধ্যে অনুষ্ঠিত ৪টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের ৪টিই জিতেছে ইংল্যান্ড।
সফর উপলক্ষ্যে এক বিবৃতিতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ক্লেয়ার কনর জানিয়েছেন পুরো ইংল্যান্ড দল বাংলাদেশ সফরের জন্য মুখিয়ে রয়েছে।
তিনি যোগ করেন, ‘ঢাকা ও চট্টগ্রামের মাঠে যে পরিবেশ থাকে সেটা এ সিরিজের জন্য দুর্দান্ত হবে। বাংলাদেশে ক্রিকেটকে ঘিরে আবেগ অনেক গভীর। তাদের নিজ মাঠে দারুণ রেকর্ড রয়েছে। আমরা শক্র একটা চ্যালেঞ্জের প্রত্যাশায় রয়েছি।’