কাতার বিশ্বকাপ শেষ হতে না হতেই বড়দিন পালন করেছে পুরো বিশ্ব। আর সে আনন্দ ছড়িয়ে পরেছে ক্রীড়াঙ্গনে। মেসি-দি মারিয়াদের সঙ্গে আনন্দের বার্তা ছড়িয়ে দিয়েছেন মোহামেদ সালাহ, নেইমার, কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ডের মতো তারকা ফুটবলাররা।
বড়দিন প্রতিবছর আসে শান্তির বার্তা নিয়ে। বিশেষ এ দিনটিতে সবার জন্য উপহার নিয়ে আসেন সান্তা ক্লজ। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য এবার সান্তা ক্লজের উপহারের চেয়ে মেসিদের বিশ্বকাপ ট্রফিটি ছিল সবচেয়ে বড় উপহার।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) একটি বড়দিনের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওর মাধ্যমে অভিনন্দন জানানো হয়েছে সব বিশ্ব চ্যাম্পিয়নকে।
ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার একটি শিশু উপহারের বাক্স খুলে দেখে বিশ্বকাপের ট্রফি। শিশুটি সেই বিশ্বকাপে চুমু খেয়ে বলে, ‘ধন্যবাদ মেসি।’ বড়দিনের উপহার হিসেবে আর্জেন্টাইনদের হাতে বিশ্বকাপটা তুলে দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।
দেশটির ফুটবল ফেডারেশন এই ভিডিও সবাইকে বড় দিনের শুভেচ্ছা জানালেও ফুটবল তারকারা বড়দিনে তাদের ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এসে।