কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের মুখ থেকে রীতিমতো শিরোপা কেড়ে নিয়ে ঘরে তুলেছে আর্জেন্টিনা। দলের হয়ে হ্যাটট্রিক করলেও শেষ হাসিটা হাসতে পারেননি ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। গোল্ডেন বুট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে।
শিরোপা হাতছাড়া হলেও দেশের জনগণ, প্রেসিডেন্ট ও সতীর্থদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ২৩ বছর বয়সী এই তারকা, কিন্তু বিশ্বকাপের আগে এক মন্তব্যের জেরে খোঁচা খাওয়া অব্যাহত রয়েছে তার।
চলতি বছরের শুরুর দিকে এমবাপে কটাক্ষ করেই বলেছিলেন, ইউরোপের ফুটবল থেকে লাতিন ফুটবল বেশ পিছিয়ে রয়েছে। বিশ্বমানের টুর্নামেন্ট খেলতে পারে না দেখে উন্নতি হচ্ছে না লাতিনদের।
ফিফা বিশ্বকাপের ফাইনালে পিছিয়ে থাকা সেই লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার কাছেই হেরে বসতে হয়েছে তাদের। আর বিষয়টি এমন দাঁড়িয়েছে যে নিজের জন্য নিজেই গর্ত খুঁড়ে বসে পড়েছেন তিনি।
প্রতিপক্ষ শিবির থেকে এতদিন খোঁচা খেয়ে এলেও এবার এমবাপেকে শিরোপা হাতছাড়া হওয়ায় ধুয়ে দিয়েছেন মেসির সাবেক সতীর্থ আরতুরো ভিদাল। লাতিন আমেরিকানদের কাছ থেকে ফুটবলটা এমবাপেকে শেখার পরামর্শ দিয়েছেন তিনি।
ভিদাল বলেন, ‘লাতিনদের কাছ থেকে ফুটবলটা শেখো, যারা ফুটবলটা উদ্ভাবন করেছে।’