বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফুটবলে ভাগ্য কতটা ভূমিকা রাখে

  •    
  • ১৯ ডিসেম্বর, ২০২২ ১৪:৫৫

ফুটবলে অপ্রত্যাশিত গোল, নিশ্চিত গোল না হওয়া, গোলশূন্য ম্যাচ শেষে টাইব্রেক- এসব নিয়ে অর্থনীতি ও পরিসংখ্যানবিদ ক্রিস এন্ডারসন ও ডেভিড সালির ‘দ্য নাম্বার গেম’ বইয়ে উল্লেখ করা হয়েছে, ম্যাচের ফলাফল নির্ধারণীতে খেলোয়াড়ের দক্ষতার প্রভাব নেমে আসতে পারে ৫০ শতাংশে। এবং অন্য ৫০ শতাংশ হতে পারে ভাগ্য।

ফুটবলে জয়-পরাজয়ে যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা ও নৈপুণ্যের পাশাপাশি ভাগ্য কতটা ভূমিকা রাখে- এমন বিষয় নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ ও গবেষণা।

এটি পরিমাপের সুনির্দিষ্ট কোনো মাপকাঠি না থাকায় খেলোয়াড়, ফুটবলপ্রেমী ও বিশ্লেষকদের কাছে বিষয়টি নিয়ে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই।

বারে লেগে বল ফেরত আসা, ডি-বক্সে বিতর্কিত ফাউলের পর পেনাল্টি শ্যুট, ড্রয়ের পর পেনাল্টি শ্যুটআউট, অতি সূক্ষ্ম ভুল পাস, অল্পের জন্য বিপজ্জনক স্থানে বলের নিয়ন্ত্রণ হারানো, গুরুত্বপূর্ণ মুহূর্তে খেলোয়াড়ের ছোট্ট একটি ভুলে বিশাল খেসারত দিতে হয় গোটা টিমকে।

সেই সঙ্গে অন্য খেলোয়াড়ের বাড়ানো পাস শতভাগ কাঙ্ক্ষিত জায়গা ও গতিতে পেয়ে গেলে পাল্টে যায় ম্যাচের গতি-প্রকৃতি।

ফুটবলে অপ্রত্যাশিত গোল, নিশ্চিত গোল না হওয়া, গোলশূন্য ম্যাচ শেষে টাইব্রেক এসব নিয়ে অর্থনীতিবিদ ক্রিস এন্ডারসন ও পরিসংখ্যানবিদ ডেভিড সালির ‘দ্য নাম্বার গেম’ বইয়ে উল্লেখ করা হয়েছে, ম্যাচের ফলাফল নির্ধারণীতে খেলোয়াড়ের দক্ষতার প্রভাব নেমে আসতে পারে ৫০ শতাংশে। এবং অন্য ৫০ শতাংশ হতে পারে ভাগ্য।

যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এন্ডারসন বলেন, ‘অন্যান্য খেলার তুলনায় ফুটবল ম্যাচের ফল সবচেয়ে বেশি সৌভাগ্য ও সুযোগের ওপর নির্ভরশীল।

‘খেলার কৌশল, টিম গঠন ও প্রস্তুতি- এসব ফলের ৫০ শতাংশ নিয়ন্ত্রণ করা যেতে পারে। তবে অন্য ৫০ শতাংশই নির্ভর করে ভাগ্য ও সুযোগের (চান্স) ওপর।’

নিউ ইয়র্ক টাইমসে যুক্তরাষ্ট্রের সাংবাদিক জন টিয়ারনের ‘সকার, এ বিউটিফুল গেম অব চান্স’ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে এমন সব তথ্য।

ছোট দল হয়ে ১৯৯২ সালে ডেনমার্কের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় ও ২০০৪ সালে গ্রিসের উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ে ভাগ্যের প্রভাব কতটুকু ছিল এর সুস্পষ্ট ব্যাখ্যা নেই ফুটবল বিশেষজ্ঞ অনেকের কাছে।

এন্ডারসন জানিয়েছেন, গ্রিসের এমন সফলতার পেছনে ২০ শতাংশ ছিল ভাগ্য।

তিনি আরও জানান, বিশ্বকাপে প্রতিটি দল মাত্র কয়েকটি ম্যাচ খেলতে পারে। এতে ভাগ্যের সুস্পষ্ট প্রভাব রয়েছে।

ফুটবলের অর্থনীতিবিষয়ক সকারনোমিকস বইয়ের লেখক ও মিশিগান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক স্টিফান এসজাইমানস্কি বলেন, ‘অপ্রত্যাশিত বিষয় ও এলোমেলো সুযোগ কম শক্তিশালী দলগুলোর পক্ষে অনেক বেশি সহায়ক হয়।’

এদিকে খেলোয়াড় ও বিশেষজ্ঞদের মধ্যে মাঠের খেলায় ভাগ্যের ভূমিকা নিয়ে বিস্তর তফাত রয়েছে।

১৯৯০ সালের বিশ্বকাপজয়ী জার্মানির থমাস বার্থহোল্ড বলেন, ‘খেলায় ভাগ্যের প্রভাব ৫ শতাংশের বেশি হতে পারে না। অনেক সময় বল হঠাৎ দিক পাল্টাতে পারে, যা খেলায় সৌভাগ্য বা দুর্ভাগ্য বয়ে আনতে পারে। আমাদের নব্বইয়ের বিশ্বকাপ জয়ে ভাগ্যের কোনো ভূমিকা ছিল না।’

কেউ কেউ ২০১৪ সালের ফাইনালের প্রসঙ্গ তুলে বলেন, ‘গঞ্জালো হিগুয়েন যদি সুযোগগুলো নষ্ট না করতেন, তাহলে সব কিছু আর্জেন্টিনার জন্য সম্পূর্ণ ভিন্ন হতে পারত।

তবে বার্থহোল্ড এসব ভাগ্যের বিষয়গুলোকে দক্ষতা ও যোগ্যতার চেয়ে অনেক কম গুরুত্ব দিয়েছেন।

এ বিভাগের আরো খবর