বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভাইরাস শঙ্কা কাটিয়ে ফ্রান্সের একাদশে রাবিও ও উপামেকানো

  •    
  • ১৮ ডিসেম্বর, ২০২২ ২০:০৬

শঙ্কা ছিল তাদের ফাইনালে পাওয়া নিয়েও। সব শঙ্কার অবসান ঘটিয়ে আর্জেন্টিনার বিপক্ষে শুরুর একাদশে জায়গা করে নিয়েছেন এই দুই ফুটবলার।

আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে ফরাসি শিবিরে আঘাত হানে ক্যামেল ফ্লু ভাইরাস। যার কারণে ঠান্ডাজ্বরে আক্রান্ত হতে হয় ৫ ফুটবলারকে। ভাইরাসে আক্রান্ত হয়ে সেমিফাইনালে মাঠে নামা হয়নি আদ্রিয় রাবিও ও ডায়োত উপামেকানোর।

শঙ্কা ছিল তাদের ফাইনালে পাওয়া নিয়েও। সব শঙ্কার অবসান ঘটিয়ে আর্জেন্টিনার বিপক্ষে শুরুর একাদশে জায়গা করে নিয়েছেন এই দুই ফুটবলার।

দিদিয়ের দেশম ফাইনালে আর্জেন্টাইন আক্রমণভাগকে রুখতে নিজেদের রক্ষণভাগ সাজিয়েছেন জুলেস কুন্দে, রাফায়েল ভারান, দায়োত উপামেকানো ও থিও হার্নান্দেজকে নিয়ে।

মাঝ মাঠ সামলাবেন অরেলিয়ে চুয়ামেনি, আঁতোয়া গ্রিজমান ও আদ্রিয় রাবিও। আক্রমণভাগে থাকবেন উসমান ডেম্বেলে, অলিভিয়ে জিরু ও কিলিয়ান এমবাপে।

ফ্রান্স একাদশ: উগো লরিস, জুলেস কুন্দে, রাফায়েল ভারান, দায়োত উপামেকানো, থিও হার্নান্দেজ, অরেলিয়ে চুয়ামেনি, আদ্রিয় রাবিও, আঁতোয়া গ্রিজমান, উসমান ডেম্বেলে, অলিভিয়ে জিরু ও কিলিয়ান এমবাপে।

এ বিভাগের আরো খবর