বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফাইনালে আর্জেন্টিনার একাদশে দি মারিয়া

  •    
  • ১৮ ডিসেম্বর, ২০২২ ১৯:৪৯

ফ্রান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচে একাদশে ফিরছেন আনহেল দি মারিয়া। নেদারল্যান্ডসের বিপক্ষে সবশেষ কোয়ার্টার ফাইনালে মাঠে নেমেছিলেন তিনি। এরপর ইনজুরির শঙ্কায় তার খেলা হয়নি সেমিফাইনালে।

কাতার বিশ্বকাপের ফাইনালে আর মাত্র কিছু সময় পর ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। শিরোপা লড়াইয়ের আগে লিওনেল স্কালোনি সাজিয়ে ফেলেছেন তাদের একাদশ।

ফ্রান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচে একাদশে ফিরছেন আনহেল দি মারিয়া। নেদারল্যান্ডসের বিপক্ষে সবশেষ কোয়ার্টার ফাইনালে মাঠে নেমেছিলেন তিনি। এরপর ইনজুরির শঙ্কায় তার খেলা হয়নি সেমিফাইনালে।

৪-৩-৩ ফরমেশন বেছে নেয়া স্কালোনি ফ্রান্সের বিপক্ষে রক্ষণভাগ সামলানোর দায়িত্ব দিয়েছেন নিকোলাস তালিয়াফিকো, নিকোলাস ওতামেন্দি, ক্রিশ্চিয়ান রোমেরো ও নায়ুয়েল মোলিনার ওপর। আকুনিয়ার নাম শুরুতে একাদশে থাকলেও পরে তার বদলে তালিয়াফিকোকে খেলানোর সিদ্ধান্ত নেন স্কালোনি।

মাঝমাঠে রয়েছেন রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেস ও আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার। আর আক্রমণভাগে দি মারিয়ার সঙ্গী লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্তিনেস,নিকোলাস তালিয়াফিকো, নিকোলাস ওতামেন্দি, ক্রিশ্চিয়ান রোমেরো, নায়ুয়েল মোলিনা, রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেস, আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস ও আনহেল দি মারিয়া।

এ বিভাগের আরো খবর