বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ম্যারাডোনার ছেলে বললেন, বাবা আজ আনন্দে ভাসতেন

  •    
  • ১৮ ডিসেম্বর, ২০২২ ১৭:০২

ম্যারাডোনার পর এবার মেসির হাত ধরে সেই আক্ষেপের ইতি টানতে চায় দলটি। এমন বাস্তবতায় ম্যারাডোনার ছেলে ডিয়েগো সিনাগ্রার দাবি তার বাবা ম্যারাডোনা বেঁচে থাকলে খুশি হতেন।

ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে আর্জেন্টিনা শেষবার বিশ্বকাপ জিতেছিল ১৯৮৬ সালে। ১৯৯০ ও ২০১৪ সালে ফাইনালে উঠলেও তৃতীয় শিরোপার ঘরে তুলতে পারেনি লাতিন আমেরিকার দেশটি। লিওনেল মেসির হাত ধরে কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা।

৩৬ বছরের শিরোপা-খরা মেটানোর একেবারে কাছে আলবিসেলেস্তেরা। ম্যারাডোনার পর এবার মেসির হাত ধরে সেই আক্ষেপের ইতি টানতে চায় দলটি। এমন বাস্তবতায় ম্যারাডোনার ছেলে ডিয়েগো সিনাগ্রার দাবি তার বাবা ম্যারাডোনা বেঁচে থাকলে খুশি হতেন।

কাতার বিশ্বকাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নিশ্চিতভাবে বলতে পারি, বাবা থাকলে এই আর্জেন্টিনাকে নিয়ে তিনি অনেক খুশি হতেন। বর্তমান দলটি খুব ভালো খেলছে।

‘আমি সবগুলো ম্যাচ দেখেছি। সব খবর রাখছি। এবার আমার জার্সির বুকে তৃতীয় তারকা ধারণ করতে চাই। ওরা সত্যিই এটির যোগ্য।’

লিওনেল মেসির সঙ্গে নিজের বাবার তুলনা করে সিনাগ্রা বলেন, মেসি ও ম্যারাডোনার মধ্যে গল্পগুলো একই রকম হবে।

ম্যারাডোনা জুনিয়র বলেন, ‘আমার বাবা মেসিকে যেভাবে আলিঙ্গন করেছেন এবং সেই ছবিটি যেভাবে ইন্টারনেটের চারপাশে ঘুরছে সেটা আমার অনেক পছন্দের। যদি বিশ্বকাপ জিতে যায় আর্জেন্টিনা আমি লিওর জন্য অত্যন্ত খুশি হব। কারণ, আমি তার এক নম্বর ভক্ত ও তাকে অনেক ভালোবাসি।’

এ বিভাগের আরো খবর