টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান পদ্মা ব্যাংকের অধিনায়ক তৌহিদ। ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৪০ রান করে আমার ল্যাব। জবাবে ব্যাট করতে নেমে ১৪ বল হাতে রেখেই ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পদ্মা ব্যাংক।
বিডি জবস করপোরেট ক্রিকেট-২০২২ এ প্রথম ম্যাচে জয় পেয়েছে পদ্মা ব্যাংক লিমিটেড। নিজেদের প্রথম ম্যাচে আমার ল্যাবকে চার উইকেটে হারিয়েছে চতুর্থ প্রজন্মের এই ব্যাংক।
টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান পদ্মা ব্যাংকের অধিনায়ক তৌহিদ। ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৪০ রান করে আমার ল্যাব। জবাবে ব্যাট করতে নেমে ১৪ বল হাতে রেখেই ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পদ্মা ব্যাংক।
৪২ রান করে ম্যাচসেরা হন পদ্মা ব্যাংকের মাহমুদুল হক। এছাড়া মাহমুদুল ৪২, মাজহার ৩১ ও তৌহিদ ২৫ রান করেন।
আমার ল্যাবের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন এবাদ।