বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অভিষেকেই সেঞ্চুরি জাকিরের

  •    
  • ১৭ ডিসেম্বর, ২০২২ ১৬:০৫

এর আগে বাংলাদেশের হয়ে আমিনুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল ও আবুল হাসান টেস্টে অভিষেক ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। ওপেনার হিসেবে প্রথম বাংলাদেশি হিসেবে এ কীর্তি গড়লেন জাকির।

ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে অভিষেক ম্যাচেই সেঞ্চুরির দেখা পেলেন ওপেনার জাকির হোসেন। সেঞ্চুরির পরই অবশ্য তিনি আউট হয়ে সাজঘরে ফিরে গেছেন।

এর আগে বাংলাদেশের হয়ে আমিনুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল ও আবুল হাসান টেস্টে অভিষেক ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। এবার ওপেনার হিসেবে প্রথম বাংলাদেশি হিসেবে এ কীর্তি গড়েছেন জাকির।

আমিনুলের সেঞ্চুরিটিও ছিল ভারতের বিপক্ষে। অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা ১৫তম ব্যাটসম্যান হলেন জাকির, সবশেষ ২০১৬ সালে এমন কীর্তি গড়েছিলেন ইংল্যান্ডের কিটন জেনিংস।

রবিচন্দ্রন অশ্বিনের দারুণ একটি বল ডিফেন্ড করতে গিয়ে তার ব্যাটে লেগে যায়। স্লিপে থাকা ভিরাট কোহলি ক্যাচ নিয়ে ফেরান তাকে। ২২৪ বল খেলে তিনি ১০০ রান করেছেন। সেঞ্চুরির ইনিংটিতে তিনি ১৩টি চার ও ১টি ছক্কা হাঁকান।

১৭ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শুরু করেন জাকির। প্রথম সেশনেই তুলে নেন ফিফটি। এরপর ৮২ রান নিয়ে ড্রিংকস বিরতি থেকে টেস্টে নিজের প্রথম শতক তুলে নেন তিনি।

জাকিরের আউটের পর একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২৫৩ রান সংগ্রহ করেছে অধিনায়ক লিটন দাসের দল।

ব্যাট হাতে চাপ সামলানোর চেষ্টা করছেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ। সাকিবের ২৬ রানের সঙ্গে মিরাজ করেছেন ৮ রান।

এ বিভাগের আরো খবর