দ্বিতীয় রাউন্ড ও কোয়ার্টার ফাইনালে হলুদ কার্ড পাওয়ায় সেমিফাইনালে আর্জেন্টিনার হয়ে খেলতে পারছেন না ডিফেন্ডার মার্কোস আকুনিয়া। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি একাদশে ডেকেছেন অভিজ্ঞ নিকোলাস তালিয়াফিকোকে।
২০১৪ সালেও ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে খেলেছিলেন তালিয়াফিকো। তার সঙ্গে আর্জেন্টিনার ডিফেন্সে আছেন নায়ুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো ও নিকোলাস ওতামেন্দি।
নেদারল্যান্ডসের বিপক্ষে খেলানো ৩-৫-২ ফরমেশন নয় ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজের পছন্দের ৪-৪-২ ফরমেশন বেছে নিয়েছেন স্কালোনি। মাঝমাঠের দায়িত্বে থাকছেন দুই অভিজ্ঞ তারকা রদ্রিগো দে পল ও লিয়ান্দ্রো পারেদেস। তাদের সঙ্গে আছেন আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার ও এনজো ফার্নান্দেস।
আক্রমণভাগে লিওনেল মেসিকে সহায়তা করবেন হুলিয়ান আলভারেস।
আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেস (গোলকিপার), নায়ুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেস, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেস।