কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ৬৪টি ম্যাচের মধ্যে ৬০টি এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে। বাকি চারটি গুরুত্বপূর্ণ ম্যাচের মধ্যে রয়েছে দুটি সেমিফাইনাল, একটি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও অন্যটি ফাইনাল। আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, ফ্রান্স ও মরক্কো এই চার দলের কোনো এক দলের হাতে উঠবে ট্রফি, আর মরুর বুকে উঁচিয়ে ধরবে বিশ্বকাপ শিরোপা।
সেমিফাইনালে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং গতবারের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া। দুই হট ভেফারিট দলের ম্যাচটি পরিচালনা করবেন ইতালির রেফারি ড্যানিয়েল ওরসাতো। চলতি আসরের গ্রুপপর্বে আর্জেন্টিনা ও মেক্সিকোর ম্যাচটিও পরিচালনা করেছিলেন ইতালিয়ান ওরসাতো।
ম্যাচে ভিএআর পরিচালনার দায়িত্ব পালন করবেন দুই ইতালিয়ান ম্যাক্সিমিলিয়ানো ইরাত্তি ও পাউলো ভেলারি। ম্যাচের দুই লাইন্সম্যানও ইতালির। তারা হলেন চিরো কার্বন এবং আলেক্সজান্দ্রো গ্যালাত্তিনি।
আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস ম্যাচে একটি লাল কার্ড ও ১৭টি হলুদ কার্ড দেখিয়েছেন রেফারিংয়ের দায়িত্বে থাকা লাহোজ। তার বিরুদ্ধে ওই ম্যাচের দুই পক্ষই অভিযোগ করেছেন। স্প্যানিশ এই রেফারিকে ফিফা কর্তৃপক্ষ বাড়ি পাঠিয়ে দিয়েছে।
পর্তুগাল ও মরক্কোর ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন এক আর্জেন্টাইন। তার বিরুদ্ধে পর্তুগালের পেপে, ব্রুনো ফার্নান্দেজ কড়া ভাষায় সমালোচনা করেছেন।
কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১টায় শুরু হবে ম্যাচটি।