বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পর্তুগালের ম্যাচে আর্জেন্টিনার রেফারি নিয়ে ক্ষুব্ধ পেপে

  •    
  • ১১ ডিসেম্বর, ২০২২ ১২:৫১

খেলার দায়িত্ব নিয়ে পেপে অসন্তোষ প্রকাশ করেছেন। তার ভাষ্য, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালডো- এ দুই তারকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা থেকেই এমনটা করা হয়েছে।

কাতার বিশ্বকাপে রেফারি বিতর্ক যেন থামছেই না। আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের ম্যাচে রেফারিকে নিয়ে লিওনেল মেসির ক্ষোভ প্রকাশের পর এবার পর্তুগালের ম্যাচেও বাধে রেফারি বিতর্ক।

মরক্কোর সঙ্গে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালডোর পর্তুগাল। অন্যদিকে প্রথম কোনো আফ্রিকান দল হিসেবে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছায় মরক্কো। এই হারের জন্য অভিজ্ঞ সেন্টার-ব্যাক পেপে দায়ী করছেন আর্জেন্টিনার রেফারি ফাকুন্দো তেয়োকে।

আর্জেন্টিনার সেমিফাইনাল নিশ্চিতের পর পর্তুগাল ও মরক্কোর ম্যাচে আর্জেন্টাইন কোনো রেফারি দেয়া ফিফার উচিত হয়নি বলেও মন্তব্য করেন পর্তুগিজ এ ডিফেন্ডার।

খেলার দায়িত্ব নিয়ে পেপে অসন্তোষ প্রকাশ করেছেন। তার ভাষ্য, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালডো এই দুই তারকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা থেকেই এমনটা করা হয়েছে।

পেপে বলেন, ‘একজন আর্জেন্টিনার রেফারির পক্ষে আমাদের খেলা পরিচালনা করা গ্রহণযোগ্য নয়। আমি বলছি না বিশেষ কাজে তাকে আনা হয়েছে। এমনটা সে করে থাকে।’

আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেয়োকে উদ্দেশ করে নানা মন্তব্যের এক ফাঁকে এমনটাই বললেন পর্তুগালের বর্ষীয়ান তারকা পেপে। তার সঙ্গে প্রায় একই সুরে কথা বললেন আরেক তারকা ব্রুনো ফার্নান্দেজও। সরাসরি না বললেও বুঝিয়ে দিলেন রেফারির কারণেই হেরেছেন তারা।

৩৯ বছর বয়সী পেপে আরও বলেন, 'দ্বিতীয়ার্ধে আমরা এটা কী খেলেছি? কিছুই না। তাদের গোলকিপার সব সময় ঠেকিয়েছে এবং রেফারি আট মিনিট ইনজুরি টাইম দিয়েছেন। এমন সময় যখন আমরা কিছুই করতে পারিনি। দ্বিতীয়ার্ধেও কিছুই না। আমরা দুঃখিত। আমরা জয়ের দিকে এগিয়ে যাচ্ছিলাম। দুর্ভাগ্যবশত আমরা সেটি করতে পারিনি।’

এ বিভাগের আরো খবর