শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর চোটে পড়েন আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দে পল। বুধবার অনুশীলনের সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করায় শঙ্কা জাগে তার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে খেলা নিয়ে। শঙ্কা কাটিয়ে ডাচদের বিপক্ষে ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে তার।
আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিক আগস্তন এদুল টুইটে জানান, দে পল ডাচদের বিপক্ষে ম্যাচের আগে দলের অন্যদের সঙ্গে অনুশীলনে ছিলেন। বাকিদের মতো তিনিও সমান অনুশীলন করেছেন।
আশঙ্কা করা হচ্ছিল তার পেশির লিগামেন্ট ছিঁড়ে গেছে। পরে স্ক্যানে নিশ্চিত হওয়া গেছে যে চোট এতটা গুরুতর নয়।
আলবিসেলেস্তেদের কোয়ার্টার ফাইনালে তুলতে দারুণ ভূমিকা রেখেছেন আতলেতিকো মাদ্রিদের এ তারকা। মেসির ওপর চাপ কমিয়ে মাঝ মাঠে আধিপত্য নিয়ে খেলেছেন ২৮ বছর বয়সী এ মিডফিল্ডার।
কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।