বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্রাজিলের বাধা বিড়ালের ‘অভিশাপ’

  •    
  • ৮ ডিসেম্বর, ২০২২ ২৩:১৫

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিলের প্রতিনিধি হয়ে এসেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। সে সময় নিরাপত্তা এড়িয়ে সংবাদ সম্মেলনে ঢুকে পড়ে একটি বিড়াল। আর ঢুকেই সেটি গিয়ে আয়েশি ভঙ্গিতে বসে পড়ে ভিনিসিয়াস যে টেবিলে বসে কথা বলছিলেন সেখানে।

কাতার বিশ্বকাপে দুর্দান্ত দলীয় পারফরম্যান্স দেখিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে ব্রাজিলের। শেষ আটে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ক্রোয়েশিয়াকে। শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় ইউরোপীয়ান দেশটির বিপক্ষে শেষ চারে নাম লেখানোর জন্য মাঠে নামবে লাতিন আমেরিকান জায়ান্টরা।

গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যেই চলছে নানা আলোচনা সমালোচনা। চলছে পরিসংখ্যান আর ইতিহাস পর্যালোচনা। তবে সব কিছু ছাপিয়ে বিড়াল নিয়ে একটি ঘটনা এখন আলোচনার কেন্দ্রে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিলের প্রতিনিধি হয়ে এসেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। সে সময় নিরাপত্তা এড়িয়ে সংবাদ সম্মেলনে ঢুকে পড়ে একটি বিড়াল। আর ঢুকেই সেটি গিয়ে আয়েশি ভঙ্গিতে বসে পড়ে ভিনিসিয়াস যে টেবিলে বসে কথা বলছিলেন সেখানে।

বিড়ালটি বসে থাকায় বেশ অস্বস্তি বোধ করছিলেন ভিনি। আর সে কারণে বিড়ালটিকে রীতিমতো ঘাড় ধরে টেবিল থেকে ফেলে দেন ব্রাজিলের মিডিয়া ম্যানেজার।

তবে নামিয়ে দেয়ার পরও বিড়ালটি সম্মেলন কক্ষ ছেড়ে যায়নি। বরং এমন একটা ভাব ধরে টেবিলের সামনে বসে ছিল যেন খুব মনোযোগ দিয়ে কথা শুনছে সে ভিনির।

এখানেই শেষ হয়ে যেতে পারত বিষয়টি। কিন্তু তা হয়নি।

বিড়ালকে ঘাড় ধরে নামিয়ে দেয়ার ছবি মুহূর্তের ভেতর ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। আর সেই সঙ্গে শুরু হয় সমালোচনা।

পশুপ্রেমিরা ব্রাজিলের মিডিয়া ম্যানেজারের এই আচরণকে ‘অমানবিক’ উল্লেখ করে পোস্ট দিতে থাকেন। অনেকেতো সরাসরি বলেই বসেন, ব্রাজিলের ষষ্ঠ শিরোপা হাতছাড়া হওয়ার একটি কারণ হবে বিড়ালটির প্রতি এমন আচরণ।

যুক্তরাষ্ট্রের ফুটবল ম্যাগাজিন ‘হলার ম্যাগাজিন’ তাদের অফিশিয়াল টুইটারে বিড়ালকে ফেলে দেয়ার ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখে, ‘যদি ব্রাজিল হারে, তবে শতভাগ নিশ্চিত থাকুন যে বিড়ালটা ওদের অভিশাপ দিয়েছে!’

একে তো ব্রাজিলের রয়েছে ইউরোপ জুজু। ২০০৬ সালের পর থেকে বিশ্বকাপের নক আউট পর্বে তাদের প্রতিবারই বিদায় নিতে হয়েছে ইউরোপের দেশের বিপক্ষে হেরে। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও তাদের প্রতিপক্ষ ইউরোপের দেশ ক্রোয়েশিয়া।

বিড়ালের অভিশাপ আসলেই পড়ে কিনা, সেটাই এখন দেখার বিষয়।

এ বিভাগের আরো খবর