ফিফা বিশ্বকাপের সেমি ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে শুক্রবার রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে গড়াবে ম্যাচটি।
১৯৯০ সালের পর এখন পর্যন্ত বিশ্বকাপের কোন আসরেই কোয়ার্টার ফাইনালের আগে বিদায় নেয়নি ব্রাজিল। এবারও তার ব্যতিক্রম হয়নি। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়াকে হারালেই সেমি ফাইনালে নাম লেখাবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
একইসঙ্গে ষষ্ঠ বিশ্বকাপ ঘরে তোলার মিশনেও এগিয়ে যাবে তারা এক পা। দিনের দ্বিতীয় খেলায় নেদারল্যান্ডসের বিপক্ষে যদি আর্জেন্টিনা জয় পায় তাহলে শেষ চারে দেখা হবে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের।
এদিকে নক আউট পর্বে ব্রাজিলের রয়েছে ইউরোপীয় জুজু। ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত বিশ্বকাপের নক আউট পর্বে এসে কোন ইউরোপীয়ান দলের বিপক্ষে জয় পায়নি ব্রাজিল।
প্রায় দেড় যুগ পর ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় বাগিয়ে নিয়ে ইউরোপীয়ান জুজু কাটাতে বদ্ধপরিকর সেলেসাওরা। আর সে কারণে ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজেদের পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামবেন কোচ তিতে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে কেমন হতে পারে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশ। সেটি নিয়ে ম্যাচের বেশ আগে থেকেই চলছে বেশ জল্পনা কল্পনা।
ধারনা করা হচ্ছে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-৩-৩ ফরমেশনে খেলবে ব্রাজিল।
সেলেসাওদের গোলপোস্টের অতন্দ্র প্রহরী আলিসন স্বভাবতই থাকবেন একাদশে বহাল। তিতে তার রক্ষণভাগ সাজাতে পারেন এদার মিলিতাও, মার্কিনিয়োস, থিয়েগো সিলভা ও দানিলোকে নিয়ে।
মাঝমাঠের দায়িত্বে ম্যাচের শুরু থেকে প্রথম একাদশে থাকতে পারেন কাসিমিরো, রাফিনিয়া ও লুকাস পাকেতা। আর আক্রমণভাগটায় থাকবেন নেইমার, রিচার্লিসন ও ভিনিসিয়াস জুনিয়র।
ব্রাজিল সম্ভাব্য একাদশ: আলিসন বেকার (গোলরক্ষক), এদার মিলিতাও, মার্কিনিয়োস, থিয়েগো সিলভা, দানিলো, কাসিমিরো, নেইমার, লুকাস পাকেতা, রাফিনিয়া, রিচার্লিসন ও ভিনিসিয়াস জুনিয়র।