কাতারে ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। হাই ভোল্টেজ ম্যাচটি পরিচালনা করবেন স্প্যানিশ রেফারি অ্যান্তোনিও মাতু লাহোজ।
২০২১ সালের ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে চেলসি ও ম্যানচেস্টার সিটির মধ্যকার ফাইনাল ম্যাচটিও তিনি পরিচালনা করেছিলেন।
কাতারে লুসাইল স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় হবে নেদারল্যান্ডস-আর্জেন্টিনা ম্যাচটি। আর কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে এডুকেশন সিটি স্টেডিয়ামে রাত ৯টায় ব্রাজিলের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।
২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে হারের ক্ষত এখনও ভুলতে পারেননি নেদারল্যান্ডসের কোচ লুইস ফন গাল। সেবার সেমিটফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল তাদের। এবার তারই প্রতিশোধ নিতে চান তিনি।
অন্যদিকে দলের মহাতারকা লিওনেল মেসির ক্যারিয়ারের পড়ন্ত বেলায় বিশ্বকাপ জিততে মরিয়া আর্জেন্টিনা। মেসির স্বপ্নপূরণে শতভাগ প্রস্তুত মেসিবাহিনী। তাদের লক্ষ্য একটাই; মেসির হাতে সোনালি ট্রফি দেখা।
এমন দারুণ ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন মাতু লাহোজ, যার কাঁধেই থাকবে ম্যাচ পরিচালনার দায়িত্ব। সমর্থকরা চাইবেন বিতর্কিত কোনো সিদ্ধান্ত যেন না হয় এ ম্যাচে।
অ্যান্তোনিও মাতু লাহোজ স্পেনের আলজিমিয়া ডি’ আলফারায় ১৯৭৭ সালের ১২ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ২০০৮ সাল থেকে লা লিগায় রেফারির দায়িত্ব পালন করছেন।
স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশননের নিবন্ধিত রেফারি মাতু লাহোজ। ইউয়েফার পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতাও রয়েছে তার।
২০১৪ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের সময় তিনি প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন, তবে তিনি তখন ফিফার ম্যাচ পরিচালনা করা অফিশিয়ালদের অন্তর্ভুক্ত ছিলেন না। পরে ২০১৮ সালের বিশ্বকাপ বাছাইপর্বে জন্য ফিফার সঙ্গে ফের কাজ শুরু করেন। এর পর থেকে নিয়মিত ফিফার ম্যাচ পরিচালনার দায়িত্ব পান তিনি।
কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন মাতু লাহোজ। তার পরিচালনার প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল যুক্তরাষ্ট্র। অন্যটিতে আয়োজক দেশ কাতারের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছিল আফ্রিকার দল সেনেগাল।