বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভক্তদের আশ্বস্ত করলেন দে পল

  •    
  • ৮ ডিসেম্বর, ২০২২ ১১:২৫

আলবিসেলেস্তেদের কোয়ার্টার ফাইনালে তুলতে দারুণ ভূমিকা রেখেছেন অ্যাতলেটিকো মাদ্রিদের দে পল। মেসির ওপর চাপ কমিয়ে মাঝ মাঠে আধিপত্য নিয়ে খেলেছেন ২৮ বছর বয়সী এ মিডফিল্ডার।

কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিবে বড় দুঃসংবাদ দলের মিডফিল্ডার রাদ্রিগো দে পলের চোট। বুধবার অনুশীলনের সময় ডান পায়ে হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন তিনি। এতে করে শঙ্কা জাগে পরের ম্যাচ থেকে তার ছিটকে যাওয়ার।

আর্জেন্টিনার স্পোর্টস দৈনিক ইএসপিএন-এর খবর অনুযায়ী, দে পলের ইনজুরিতে চিন্তায় পড়েন কোচ লিওনেল স্কালোনি, তবে ইন্সটাগ্রামে দে পলের চোট নিয়ে ভক্তদের আশ্বস্ত করেছেন তিনি নিজেই।

আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিক গ্যাস্টন এডুল বিষয়টি নিশ্চিত করে টুইটারে লেখেন, ‘দে পল বৃহস্পতিবার আর্জেন্টিনার সঙ্গে অনুশীলন শুরু করবেন। তবে আরও কিছু শারীরিক পরীক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে আশা করা হচ্ছে।’

আলবিসেলেস্তেদের কোয়ার্টার ফাইনালে তুলতে দারুণ ভূমিকা রেখেছেন অ্যাতলেটিকো মাদ্রিদের এ তারকা। মেসির ওপর চাপ কমিয়ে মাঝ মাঠে আধিপত্য নিয়ে খেলেছেন ২৮ বছর বয়সী এ মিডফিল্ডার।

যে কারণে দলের কোচ স্কালোনি চাইবেন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে তাকে শুরু একাদশে রাখতে। তবে ডাচদের বিপক্ষে ম্যাচের আগে চোট কাটিয়ে ফিরতে না পারলে মাঝ মাঠে লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাকঅ্যালিস্টারকেই দেখা যেতে পারে।

এ বিভাগের আরো খবর