বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বেলজিয়ামের হতাশার পর অবসরে অ্যাজার্ড

  •    
  • ৭ ডিসেম্বর, ২০২২ ১৬:৫১

বিশ্বকাপের পর ইউরো বাছাইপর্ব ও নেশনস লিগে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বুধবার বিকেলে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে এই ঘোষণা দেন ৩১ বছরের এই তারকা।

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে হতাশাজনক বিদায় নিয়েছে বেলজিয়াম। অনেকের চোখে টুর্নামেন্টের ফেভারিট দলটি মাত্র ১ ম্যাচ জয় পেয়েছে।

বেলজিয়ামের সোনালী প্রজন্মের কেভিন ডি ব্রুইনা, ইডেন অ্যাজার্ড, থিবো কোতোয়া ও ড্রিস মের্টেনসরা আরও একটি বড় টুর্নামেন্ট শেষ করেছেন সাফল্য ছাড়া।

এ হতাশা থেকেই কি না, বিশ্বকাপ থেকে বিদায়ের পাঁচ দিন পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন দলের ফরোয়ার্ড ইডেন অ্যাজার্ড।

বিশ্বকাপের পর ইউরো বাছাইপর্ব ও নেশনস লিগে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বুধবার বিকেলে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে এই ঘোষণা দেন ৩১ বছরের এই তারকা।

বেলজিয়ামের হয়ে খেলার জন্য নতুনরা তৈরি উল্লেখ করে তিনি লেখেন, ‘সবাইকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ। ২০০৮ সাল থেকে যে আনন্দগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য কৃতজ্ঞতা। আজ আমি আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। পরের প্রজন্ম তৈরি। সবাইকে খুব মিস করব।’

এতে করে শেষ হলো তার ১৪ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার। ২০০৮ সালে লুক্সেমবার্গের বিপক্ষে ১৭ বছর বয়সে বেলজিয়ামের জার্সি গায়ে অভিষেক হয় অ্যাজার্ডের।

১৪ বছরে ১২৬টি ম্যাচে অ্যাজার্ডের কাছ থেকে বেলজিয়াম পেয়েছে ৩৩টি গোল ও ৩৬টি অ্যাসিস্ট। জাতীয় দলের হয়ে ৩টি বিশ্বকাপ ও দুটি ইউরো খেলেছেন তিনি।

এ বিভাগের আরো খবর