সিরিজ জয়ের ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ২০ ওভারের আগেই বাংলাদেশ হারিয়েছে তাদের ৬ জন ব্যাটারকে। ১৯ ওভার শেষে স্বাগতিক দলের রান ছিল ৬ উইকেটে ৬৯।
মিরপুরের শেরেবাংলায় প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ছিল স্লো ও লো উইকেট। যেখানে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লিটন দাস।
ব্যাট করতে নেমে স্পিনার ওয়াশিংটন সুন্দরের তোপে নাকাল হয় স্বাগতিক ব্যাটাররা। শুরুর দশ ওভারে লিটন দাস ও এনামুল বিজয়কে ফেরান পেইসার মোহাম্মদ সিরাজ।
এরপর একে একে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও আফিফ হোসেনের উইকেট তুলে নেন ওয়াশিংটন।
তার স্লো টার্নিং বল সামলাতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। এখনও বোলিংয়ে আসেননি আক্সার পাটেল।
বাংলাদেশ দলের হয়ে টিকে থাকার চেষ্টা করেছেন নাজমুল হোসেন শান্ত। ২১ রান আসে তার ব্যাট থেকে। ১২ রান করেন মুশফিক। ১১ রান আসে এনামুলের ব্যাট থেকে।
সাকিব আউট হন ৮ রান করে আর অধিনায়ক লিটনের ব্যাট থেকে আসে ৭।
ওয়াশিংটন সুন্দর ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। আর সিরাজের শিকার ৩০ রানে ২টি।