বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসিকে আটকানোর ফর্মুলা জানেন নেদারল্যান্ডসের কোচ

  •    
  • ৭ ডিসেম্বর, ২০২২ ১৪:০২

ডাচদের বাঁচা-মরার লড়াইয়ে আর্জেন্টিনার অধিনায়ককে নিয়ে আলাদা পরিকল্পনার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন নেদারল্যান্ডসের হেড কোচ লুই ফন হাল। তার দাবি মেসিকে আটকানোর উপায় জানেন তিনি। 

নিজের শেষ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। প্রতি ম্যাচেই নিজে গোল করার পাশাপাশি অবদান রাখছেন গোল করানোতেও। কাতার বিশ্বকাপের শুরু থেকে প্রতিপক্ষের জন্য আতঙ্কের অন্য নাম হয়ে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন এই ক্ষুদে জাদুকর।

মেসিকে নিয়ে প্রতি ম্যাচের আগেই বিশেষ পরিকল্পনা এঁটে মাঠে নামে প্রতিপক্ষও। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডসও এর ব্যতিক্রম নয়। ডাচদের বাঁচা-মরার লড়াইয়ে আর্জেন্টিনার অধিনায়ককে নিয়ে আলাদা পরিকল্পনার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন নেদারল্যান্ডসের হেড কোচ লুই ফন হাল। তার দাবি মেসিকে আটকানোর উপায় জানেন তিনি।

হাল বলেন, ‘এটাতে কোনো সন্দেহ নেই যে মেসি ভয়ংকর সৃষ্টিশীল খেলোয়াড়। সে অনেক সুযোগ তৈরি করে দিতে পারে, নিজেও সুযোগ বানিয়ে নিয়ে গোল করতে পারে। কিন্তু যখন তিনি বল হারিয়ে ফেলেন, তখন তার অংশগ্রহণ কমে যায়। আর এটাই আমাদের জন্য বড় সুযোগ।’

শেষবার দুই দলের দেখাতেও ফন হাল নেদারল্যান্ডসের কোচ ছিলেন। ২০১৪ সালের বিশ্বকাপের সেমিফাইনালে ডাচদের মুখোমুখি হয় আর্জেন্টিনা। সেবার মেসিকে আটকে রাখলেও পেনাল্টি শুটআউটে হেরে ফাইনাল খেলা হয়নি নেদারল্যান্ডসের।

এবারে তেমনটা আর হতে দিতে চান না ফন হাল। শুক্রবার রাত ১টায় শেষ চার নিশ্চিতের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস।

এ বিভাগের আরো খবর