বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নেইমারের ছন্দে উড়ছে ব্রাজিল

  •    
  • ৬ ডিসেম্বর, ২০২২ ০১:৫৩

প্রথমার্ধেই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৪-০ গোলে এগিয়ে গেছে সেলেকাওরা। দলের হয়ে একে একে গোল করেছেন ভিনিসিয়াস, নেইমার, রিচার্লিসন ও লুকাস পাকেতা। 

সেরা তারকাকে ফিরে পেয়ে যেন নিজেদের সেরা ছন্দ ফিরে পেয়েছে ব্রাজিল। শেষ ষোলোর ম্যাচে প্রথমার্ধেই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৪-০ গোলে এগিয়ে গেছে সেলেকাওরা।

দলের হয়ে একে একে গোল করেছেন ভিনিসিয়াস, নেইমার, রিচার্লিসন ও লুকাস পাকেতা।

চোটের কারণে দুই ম্যাচ মাঠের বাইরে ছিলেন নেইমার। ব্রাজিল ওই দুই ম্যাচে এক ম্যাচ জিতে ও এক ম্যাচ হেরে কোয়ালিফাই করে নকআউট রাউন্ডে। নকআউটের প্রথম খেলাতে ফিরেই নেইমার বুঝিয়ে দিলেন ব্রাজিল ও বিশ্বকাপ আসলে কিসের অপেক্ষায় ছিল।

নিজস্ব ধারার ‘জোগা বোনিতোর’ উপভোগ্য এক প্রদর্শনী উপহার দেয় ব্রাজিল। কোরিয়াকে প্রথমার্ধে একরকম দর্শক বানিয়ে নাইন সেভেন্টি ফোর স্টেডিয়ামে উৎসব শুরু করেন নেইমার-রিচার্লিসনরা।

শুরুটা করেন ভিনিসিয়াস জুনিয়র। ৭ম মিনিটে ডান প্রান্ত থেকে রাফিনিয়ার ক্রস ফার পোস্টে পাওয়ার পর বল নিয়ন্ত্রণে নিয়ে নিঁখুত শটে লক্ষ্যভেদ করেন রিয়াল মাদ্রিদের এ তারকা ফরোয়ার্ড।

মিনিট পাঁচেক পরই ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। রিচার্লিসনকে নিজেদের বক্সে ফাউল করেন কোরিয়ার ডিফেন্ডার। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পট থেকে গোল করে নিজের প্রত্যাবর্তণকে স্মরনীয় করে রাখেন নেইমার।

দুই গোলের ব্যবধান পেয়ে অদম্য হয়ে ওঠে ব্রাজিল। ছোট পাসে পজিশনাল ফুটবল খেলে অকার্যকর করে তোলে কোরিয়ার ডিফেন্স লাইনকে।

✋😛🤚 pic.twitter.com/fVPrPkRwfL

— FIFA World Cup (@FIFAWorldCup) December 5, 2022

২৯ মিনিটে ম্যাচ একরকম ধরা-ছোঁয়ার বাইরে নিয়ে যায় ব্রাজিল। মাথা দিয়ে চমৎকার বল কন্ট্রোলের পর রিচার্লিসন বল মার্কিনিয়োসকে পাস দিয়ে ঢুকে পড়েন বক্সে। মার্কিনিয়োসের কাছ থেকে বল পান থিয়াগো সিলভা।

নির্ভুল পাসে তিনি আবারও খুঁজে নেন রিচার্লিসনকে। বল পেয়ে দেরি করেননি টটেনহ্যাম হটস্পারে খেলা এ ফরোয়ার্ড। স্কোরলাইনকে ৩-০ বানিয়ে দেন তিনি।

বিরতির আগে আবারও আঘাত আনে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। আক্রমণে উঠে আসা নেইমারের পাস খুঁজে নেয় ভিনিসিয়াসকে। ভিনিসিয়াসের মাপা পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন লুকাস পাকেতা।

৪-০ গোলে এগিয়ে ও কোয়ার্টার ফাইনালে এক পা রেখে বিরতিতে ফেরে ব্রাজিল। ২০১৪ সালে ব্রাজিলের বিপক্ষে জার্মানির পর এই প্রথম কোনো দল বিশ্বকাপের প্রথমার্ধে ৪ গোল করেছে।

এ বিভাগের আরো খবর