শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে দারুণ সুসংবাদ পেয়েছে ব্রাজিল। দলের সেরা তারকা নেইমার ম্যাচের আগে শেষ অনুশীলন সেশনে অংশ নিয়েছেন। সবকিছু ঠিক থাকলে রাতে তাকে মাঠে দেখা যাবে।
বিশ্বকাপের সার্বিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে চোট পান নেইমার। তার গোড়ালির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় ধারণা করা হচ্ছিল বিশ্বকাপে তার আর না-ও খেলা হতে পারে। তবে শুক্রবার ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার ও ব্রাজিলের হেড কোচ লিওনার্দো তিতে নেইমারের ফেরা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
রোববার সংবাদ সম্মেলনে তিতে জানান অনুশীলনে তারকা এই ফরোয়ার্ডের অবস্থা পর্যালোচনা করা হবে।
তিতে যোগ করেন, ‘নেইমার রোববার অনুশীলন করবে। সে যদি সুস্থ থাকে তাহলে কাল খেলতে পারে। আমি মিথ্যা তথ্য ছড়াই না। আজ অনুশীলনে সবকিছু ঠিক থাকলে কাল সে খেলবে।’
তার আগে, স্প্যানিশ দৈনিক মার্কাকে ব্রাজিলের চিকিৎসক লাসমার শুক্রবার জানান নকআউটে খেলার সম্ভাবনা রয়েছে নেইমারের।
তিনি বলেন, ‘এখনও ম্যাচের ৭২ ঘণ্টা বাকি। আমাদের অপেক্ষা করতেই হচ্ছে। শনিবার সে আবারও হালকা অনুশীলন করতে পারবে। আমরা তখন বুঝতে পারব তার উন্নতি কতটুকু।’
সোমবার দুপুরে ব্রিটিশ সংবাদমাধ্যম নেইমারের অনুশীলনের ভিডিও প্রকাশ করেছে। অনুশীলনে নেইমার বেশ ফুরফুরে মেজাজে ছিলেন।
কোরিয়ার বিপক্ষে স্টেডিয়াম নাইন সেভেন্টি ফোরে রাত ১টায় মাঠে নামছে ব্রাজিল।