বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাকিবকে ছাড়াই হলো প্রথম দিনের অনুশীলন

  •    
  • ২ ডিসেম্বর, ২০২২ ২০:১৬

দলের সবাই অনুশীলনে থাকলেও এদিন ছিলেন না সাকিব আল হাসান। টি-টেন টুর্নামেন্ট শেষ করে দেশে ফিরেছেন তিনি শুক্রবারই। তাই অনুশীলনে না এসে এদিন বিশ্রাম নিয়েছেন জাতীয় দলের পোস্টার বয়।

ভারতের বিপক্ষে সিরিজের বাকি আর মাত্র এক দিন। সিরিজকে সামনে রেখে শুক্রবার থেকে শুরু হয় দুই দলের আনুষ্ঠানিক অনুশীলন। বেলা দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এই অনুশীলন।

দলের সবাই অনুশীলনে থাকলেও এদিন ছিলেন না সাকিব আল হাসান। টি-টেন টুর্নামেন্ট শেষ করে দেশে ফিরেছেন তিনি শুক্রবারই। তাই অনুশীলনে না এসে দিনটি বিশ্রাম করেই কাটিয়েছেন জাতীয় দলের এ পোস্টার বয়।

অনুশীলনে না আসলেও মাঠে এসেছিলেন বাঁহাতি এই অলরাউন্ডার। বিকেল সাড়ে ৪টার দিকে শেরে বাংলার ড্রেসিংরুমে দেখা যায় তাকে।

দ্বিতীয় দিনের অনুশীলনে যথারীতি মাঠে নামার কথা রয়েছে সাকিবের।

টেস্ট ও টি-টোয়েন্টি দলপতি অনুশীলনে যোগ না দিলেও যথারীতি মাঠে ছিলেন টি-টেন লিগে খেলে আসা নুরুল হাসান সোহান। ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে যাওয়ায় অনুশীলনেও আসা হয়নি তামিম ইকবালের। এ ছাড়া সবাই ছিলেন শিডিউল অনুশীলনে।

এদিকে নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই হোম অফ ক্রিকেটে উপস্থিত হয় ভারতীয় ক্রিকেট দল।

এরপর মূল মাঠে কিছুক্ষণ গা গরম করে সবাই চলে যান অ্যাকাডেমি মাঠে। সেখানে নেটে অনুশীলন করেন কোহলি-রোহিত শর্মারা।

অনুশীলনের এক পর্যায়ে কোহলির বলে আকসার প্যাটেল আঘাত পান। প্রাথমিক চিকিৎসার পর মাঠ ছাড়েন তিনি।

রোববার মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। তার আগে শনিবার সকাল ১০টায় হবে শেষবারের মতো অনুশীলন।

এ বিভাগের আরো খবর