বাংলাদেশের ফুটবল ভক্তদের আর্জেন্টিনা প্রীতি ও উন্মাদনার খবর সোশ্যাল মিডিয়ার কল্যাণে পৌঁছে গেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। গত সপ্তাহে বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তদের জমায়েত ও উল্লাসের ছবি পোস্ট করে ফিফা।এরপর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয় আর্জেন্টিনার প্রফেশনাল লিগ কর্তৃপক্ষ।
এবারে বাংলাদেশি ফ্যানদের উন্মাদনা নিয়ে পোস্ট দিয়েছে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল। নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে বাংলাদেশি ভক্তদের আর্জেন্টিনাকে নিয়ে উচ্ছ্বাসের ৩টি ছবি পোস্ট করেছে তারা।
ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমাদের দলকে সমর্থন দেয়ার জন্য ধন্যবাদ। তোমরা আমাদের মতোই আবেগতাড়িত।’
#Qatar2022 🇦🇷🤜🤛🇧🇩¡¡Gracias por el apoyo a nuestro equipo!! 🙌 💙¡Están re locos como nosotros! 🤣 pic.twitter.com/D5zOvkAfqs
— Selección Argentina 🇦🇷 (@Argentina) December 1, 2022১৭ ঘণ্টা আগে পোস্ট হওয়ার পর বিকাল সাড়ে ৫টা পর্যন্ত এটি লাইক হয়েছে ৬৭ হাজার বারেরও বেশি। রি-টুইট করা হয়েছে সাড়ে ৬ হাজার বারের বেশি।
আর্জেন্টিনার খেলা দেখতে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে জড়ো হচ্ছেন ভক্তরা। ম্যাচের সময় তাদের উল্লাস ও উপস্থিতির আবেগ ছুঁয়ে গেছে গ্যারি লিনেকারের মতো ফুটবল কিংবদন্তিদেরও।