বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গ্রুপ-এফ জয়ের সম্ভাবনা নিয়ে মাঠে তিন দল

  •    
  • ১ ডিসেম্বর, ২০২২ ১৫:২০

মরক্কো খেলবে কানাডার বিপক্ষে আর বেলজিয়াম লড়বে গতবারের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার বিপক্ষে। কানাডা ছাড়া নকআউট রাউন্ডে যাওয়ার সম্ভাবনা ধরে রেখেছে বাকি তিন দল।

বিশ্বকাপের গ্রুপ-এফের ম্যাচে বৃহস্পতিবার রাত ৯টায় নামছে ক্রোয়েশিয়া, বেলজিয়াম, মরক্কো ও কানাডা। কানাডা ছাড়া নকআউট রাউন্ডে যাওয়ার সম্ভাবনা ধরে রেখেছে বাকি তিন দল।

মরক্কো খেলবে কানাডার বিপক্ষে আর বেলজিয়াম লড়বে গতবারের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার বিপক্ষে।

গ্রুপে পরিষ্কার ফেভারিট হিসেবে বিশ্বকাপ শুরু করে বেলজিয়াম। তবে, ফিফা র‍্যাঙ্কিংয়ে বিশ্বের দ্বিতীয় সেরা দলটি হতাশ করেছে নিজেদের প্রথম দুই ম্যাচে।

কানাডার সঙ্গে একমাত্র গোলের কষ্টার্জিত জয়ের পর তারা ২-০ গোলে হেরে যায় মরক্কোর কাছে। সবচেয়ে বড় যে ঝামেলায় তারা পড়েছে সেটা হলো অন্তঃকোন্দল।

মরক্কোর বিপক্ষে ম্যাচ শেষে বেলজিয়ামের তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা দলের ডিফেন্ডারদের দিকে ইঙ্গিত করে বলেছিলেন যে, বেলজিয়ামের খেলোয়াড়রা বুড়ো হয়ে গেছে। তাদের পক্ষে আর বিশ্বকাপ জেতা সম্ভব নয়।

ডি ব্রুইনার এমন মন্তব্যের জবাবে দলের অভিজ্ঞ মিডফিল্ডার ইয়ান ভারটনগেন বলেন, শুধু ডিফেন্স নয় ফরোয়ার্ডরাও বুড়ো হয়ে গেছে যে কারণে গোল করতে পারে না।

ড্রেসিংরুমে লড়াইয়ের খবরও প্রকাশ করেছে ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো। তবে, কোচ রবার্তো মার্তিনেজের দাবি দলে ঐক্যের অভাব নেই।

শেষ ম্যাচে ক্রোয়েশিয়াকে হারালেই বিশ্বকাপের পরের পর্বে যেতে পারবে বেলজিয়াম। ড্র করলেও ক্ষীণ সম্ভাবনা থাকবে তবে সে ক্ষেত্রে তাদের তাকিয়ে থাকতে হবে মরক্কোর ম্যাচের দিকে।

বিশ্বকাপে দারুণ খেলা মরক্কোর নকআউট নিশ্চিত করতে ড্র-ই যথেষ্ট হতে পারে যদি বেলজিয়াম জয় না পায়।

আর গ্রুপের শীর্ষে থাকা ক্রোয়েশিয়া ড্র বা জয়ে পৌঁছে যাবে শেষ ষোলোতে।

এ বিভাগের আরো খবর