বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ সৌদি আরবের বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। মেক্সিকোর বিপক্ষে সেই ম্যাচে ২-০ গোলের জয়ের পর পুরো স্কোয়াড নেচেগেয়ে উদযাপন করে ড্রেসিংরুমে।
আর সেই উদযাপনেই বাধে বিপত্তি। ড্রেসিং রুমে মেক্সিকোর জার্সি অবমাননার অভিযোগ তুলে মেসির উপর চটেছিলেন মেক্সিকোর বক্সার সাউল আলভারেস। অযাচিত সেই অভিযোগের কারণে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের রোষানলে পড়েন ওই বক্সার।
এমনকি বিষয়টি নিয়ে নিজ দেশের ফুটবলারাও আলভারেসের সমালোচনা করেন। অবশেষ নিজের ভুল বুঝেছেন তিনি। মেসির কাছে ক্ষমা চায়েছেন এই বক্সার।
তিনি টুইটে লিখেন, ‘এই গত কয়েকদিনে আমি নিজ দেশের প্রতি গভীর আবেগ ও ভালোবাসার তোড়ে ভেসে গিয়েছি। আমি এতে আচ্ছন্ন হয়ে অযাচিত একটি মন্তব্য করেছি যার জন্য মেসি ও আর্জেন্টিনার জনগণের কাছে ক্ষমা চাইতে চাইছি। প্রতিদিনই আমরা নতুন কিছু শিখি এবং এবার আমার শেখার পালা।’
এর আগে মেসিদের ড্রেসিং রুমের ভিডিও দেখে এই বক্সার দাবি করেন, উল্লাস করার সময় মেসি মেক্সিকোর জার্সিতে লাথি মেরেছেন। লিওনেল মেসির উদ্দেশে এক টুইটে আলভারেস লেখেন, ‘ঈশ্বর না করুন! তিনি যেন আমার মুষ্ঠির বাইরে থাকেন।’
পরের আরেকটি টুইটে আলভারেস দাবি করেন, মেসি শুধু জার্সিতে লাথি দেননি সেটা দিয়ে ফ্লোরও পরিষ্কার করেছেন।
ভিডিওতে দেখা যায়, মেসি বুট খোলার সময় অনিচ্ছাকৃতভাবে তার পা মেক্সিকোর জার্সিতে লাগে।
আলভারেসের দাবি করেন মেসি ইচ্ছা করে এমনটা করেছিলেন। তিনি আরেকটি টুইটে লেখেন, ‘আমি যেভাবে আর্জেন্টিনাকে সম্মান করি। তারও উচিত মেক্সিকোকে সম্মান করা। আমি পুরো দেশের কথা বলছি না, শুধু মেসি যে জঘন্য কাজ করেছে তার কথা বলছি।’