বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডেনমার্ককে হারিয়ে ফ্রান্সের সঙ্গে নকআউটে অস্ট্রেলিয়া

  •    
  • ৩০ নভেম্বর, ২০২২ ২৩:৪৯

১-০ গোলের জয় নিয়েই ডেনমার্ককে ছিটকে দিয়ে রাউন্ড অফ সিক্সটিনে নাম লেখায় অস্ট্রেলিয়া। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় হয়ে নকআউটে গেল তারা।

ফ্রান্সের হারের দিন দ্বিতীয় ম্যাচে ডেনমার্ককে হারিয়ে রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ম্যাথিউ লকির একমাত্র গোলে শেষ ষোল নিশ্চিত হয় তাদের।

অস্ট্রেলিয়া ও ডেনমার্কের জন্য এটি ছিল ডু অর ডাই ম্যাচ। যেখানে শেষ ষোলো নিশ্চিতে দুই দলেরই প্রয়োজন ছিল জয়ের। সেই জয়টা বাগিয়ে নিয়ে ফ্রান্সের সঙ্গী হিসেবে ২০০৬ সালের পর দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

ম্যাচের প্রথম থেকেই দুই দল আক্রমণাত্মক খেলে। কাউন্টার অ্যাটাকের পসরা সাজিয়ে বসেছিল তারা প্রথমার্ধে।

১৯ মিনিটের মাথায় অজি গোলকিপার ম্যাট রায়ানের দুর্দান্ত সেভে লিড নিতে ব্যর্থ হয় ডেনমার্ক। দুই মিনিট পরেই পাল্টা আক্রমণে যাওয়া ডেনমার্কের ডি বক্স থেকে গোলবার লক্ষ্য করে হাফ ভলি শট নেন রাইলি ম্যাকগি। সেটি আটকে যায় ডেনমার্কের গোলকিপার ক্যাসপার স্মাইকেলের হাতে।

প্রথমার্ধের বাকিটা সময় বলের নিয়ন্ত্রণ ধরে রেখে আক্রমণ চালিয়ে গিয়েছিল ডেনমার্ক। পাল্টা আক্রমণটাও বেশ জোরালো ছিল অস্ট্রেলিয়ার। তাতে লাভ হয়নি কোনই।

ম্যাচের ৬০ তম মিনিটে এসে ম্যাথিউ লকি ভাঙ্গেন ডেডলক। ম্যাকগির কাছ থেকে বল পাওয়ার পর প্রায় একক প্রচেষ্টায় ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন লকি।

লিড পেয়ে আক্রমণের ধার বেড়ে যায় অস্ট্রেলিয়ার। কম যায়নি ডেনমার্কও। বেশ কয়েকটি সুযোগও সৃষ্টি করেছিল তারা। কিন্তু তাতে পরিবর্তন আসেনি ফলাফলে।

১-০ গোলের জয় নিয়েই ডেনমার্ককে ছিটকে দিয়ে রাউন্ড অফ সিক্সটিনে নাম লেখায় অস্ট্রেলিয়া। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় হয়ে নকআউটে গেল তারা।

আর ৩ ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পাওয়া ডেনমার্কের বিশ্বকাপ শেষ হলো গ্রুপ পর্বে সবশেষ স্থান পেয়ে।

এ বিভাগের আরো খবর