বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শেষ মুহূর্তে এসে কেন মাঠে নামেননি মরক্কোর গোলকিপার

  •    
  • ২৮ নভেম্বর, ২০২২ ১০:৪২

কাতারের আল থুমামা স্টেডিয়ামে রোববার রাতের ম্যাচে মরক্কো জয় পেলেও জড়িয়েছে বিতর্কে। দলটি ম্যাচ শুরুর কয়েক মিনিট আগে বদলে ফেলে গোলরক্ষক।

বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে বেলজিয়ামকে হারিয়ে চমক দেখিয়েছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলের জয়ে গ্রুপ ‘এফ’র দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি।

অন্যদিকে নকআউট পর্বে খেলা নিয়ে শঙ্কা জেগেছে গতবারের সেমিফাইনালিস্ট বেলজিয়ামের।

কাতারের আল থুমামা স্টেডিয়ামে রোববার রাতের সে ম্যাচে মরক্কো জয় পেলেও জড়িয়েছে বিতর্কে। দলটি ম্যাচ শুরুর কয়েক মিনিট আগে বদলে ফেলেছিল গোলরক্ষক।

ম্যাচ শুরুর আগে দুই দলের ফুটবলাররা জাতীয় সংগীত গাওয়ার জন্য দাঁড়িয়েছিলেন। মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনোও সেখানে ছিলেন। তিনিও সতীর্থদের সঙ্গে জাতীয় সংগীত গেয়ে বিপক্ষ ফুটবলারদের সঙ্গে হাত মেলান।

এরপর দলের সাপোর্ট স্টাফদের সঙ্গে কথা বলতে থাকেন বোনো। এর পরপরই প্রস্তুত হতে দেখা যায় দলের দ্বিতীয় গোলকিপার মুনির মোহামেদিকে।

জাতীয় সংগীত গাওয়ার পর দলের ছবি তোলার সময় বোনোকে আশপাশে দেখা যায়নি। তার জায়গায় ছিলেন মুনির। কোনো এক সমস্যার জন্য তাকে গোলকিপার হিসেবে মাঠে নামান মরক্কোর কোচ।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ম্যাচ শুরুর আগে বোনো অসুস্থ বোধ করছিলেন। তিনি চোখে ব্যথাসহ কিছুটা কম দেখতে পাওয়ার কারণে কোচের সঙ্গে কথা বলে ম্যাচ থেকে বিশ্রামে যান।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ধারাভাষ্যকাররা ৩৮ মিনিট পর্যন্ত বুঝতেই পারেননি যে বোনোকে বিশ্রামে পাঠিয়ে মুনিরকে নামানো হয়েছে। পরে অবশ্য তাদের সে ভুল ভাঙে।

এ বিভাগের আরো খবর