সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভাঙে আর্জেন্টিনা। ২-১ গোলে হেরে বিশ্বকাপ মিশন শুরু করা দলটি নিজেদের বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হবে মেক্সিকোর। এ ম্যাচে আর্জেন্টিনা একাদশে আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন।
কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার রাত ১টায় হবে ম্যাচটি। এর আগে সৌদির বিপক্ষে এ মাঠেই হারের স্বাদ পেয়েছিল মেসি-দি মারিয়ারা।
‘সি’ গ্রুপ থেকে কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন টিকিয়ে রাখতে শুক্রবার অনুশীলনে নেমেছিলেন লিওনেল স্কালোনির শিষ্যরা। জাতীয় দলের এ কোচ খেলোয়াড়দের সম্ভাব্য একাদশ ঠিক করেই অনুশীলনে নামান মেসিবাহিনীকে।
আর্জেন্টাইন ক্রীড়া সাংবাদিক রয় নেইমার জানান, ম্যাচের আগে আর্জেন্টিনা রূদ্ধদ্বার অনুশীলন করেছে। মেক্সিকোর বিপক্ষে কোন কৌশলে খেলানো হবে, কোন পজিশনে কাকে রাখা হবে, সেটি বিশ্লেষণ করেছেন আর্জেন্টিনার কোচিং স্টাফরা।
তার মতে, সৌদির বিপক্ষে খেলা রক্ষণভাগের চার খেলোয়াড়ের মধ্যে তিনজনই থাকবেন না মেক্সিকোর বিপক্ষের একাদশে।
প্রথম ম্যাচে নিকোলাস তালিয়াফিকোর বদলি হিসেবে নামেন মার্কোস আকুনিয়া। মেক্সিকোর বিপক্ষে শুরু থেকেই খেলার সম্ভাবনা রয়েছে তার।
অন্যদিকে ক্রিস্তিয়ান রোমেরোর জায়গা নিতে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্তিনেস। তার সঙ্গে যথারীতি থাকছেন নিকোলাস ওতামেন্দি। গনসালো মনতিয়েল আসছেন নায়ুয়েল মোলিনার জায়গায়।
মিডফিল্ডে পাপু গোমেজের পরিবর্তে মাঠে নামতে পারেন এনসো ফার্নান্দেস। গিদো রদ্রিগেস অথবা আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার লড়বেন আরেকটি জায়গার জন্য।
আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে লাউতারো মার্টিনেজ ও আনহেল দি মারিয়ার খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। ম্যাচে এই তিনজনের কাউকে উঠিয়ে নেয়া হলে বদলি হিসেবে নামতে পারেন হুলিয়ান আলভারেস।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেস, গনসালো মনতিয়েল, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, মার্কোস আকুনিয়া, রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, এনসো ফার্নান্দেস, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও আনহেল দি মারিয়া।