বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রিচার্লিসনের জোড়া গোলে বিশ্বকাপে শুরু ব্রাজিলের উৎসব

  •    
  • ২৫ নভেম্বর, ২০২২ ০২:৫৫

সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে সেলেকাওরা। দলের দুটি গোলই এসেছে রিচার্লিসনের পা থেকে।

আসরের পঞ্চম দিনে এসে যেন রঙ জমলো বিশ্বকাপের। বিশ্বকাপের সবচেয়ে বেশিবারের শিরোপাজয়ী ও বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল দল ব্রাজিল এদিন নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে সার্বিয়ার বিপক্ষে।

সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে সেলেকাওরা। দলের দুটি গোলই এসেছে রিচার্লিসনের পা থেকে।

৮০ হাজার দর্শকে টইটুম্বুর কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়াম অপেক্ষায় ছিল নেইমার-রাফিনিয়াদের কাছ থেকে জাদুকরী ফুটবলের। শুরুতে নিজেদের ছন্দ পেতে সময় নেয় ব্রাজিল। তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা।

স্ট্রাইকার বা নাম্বার নাইন ছাড়া খেলতে নামা ব্রাজিলের আক্রমণের নেতৃত্বে ছিলেন নেইমার। আর স্ট্রাইকারের বদলি ভূমিকায় খেলতে নামেন রিচার্লিসন।ম্যাচে ব্রাজিল প্রথম পরিষ্কার সুযোগ পায় ২৮ মিনিটে। থিয়াগো সিলভার থ্রু বল পেয়ে যান ভিনিসিয়াস জুনিয়র। সার্বিয়ার গোলকিপার ভানিয়া মিলিনকোভিচ-স্যাভিচ তার কাছ থেকে নিরাপদে বল সরিয়ে নেন।

ক্রমশ বাড়তে থাকা ব্রাজিলের আক্রমণ সামলাতে কিছুটা বেগ পেতে হয় সার্বিয়ান রক্ষণভাগকে। মিনিট ছয়েক পর লুকাস পাকেতার সঙ্গে ওয়ান-টু করে বল পাওয়ার পর গোলে শট নেন রাফিনিয়া। দুর্বল শট ঠেকাতে সমস্যায় পড়তে হয়নি মিলিনকোভিচ-স্যাভিচকে

বিরতির আগে সার্বিয়ান ডিফেন্ডার নিকোলা মিলেনকোভিচের ভুলে আবারও বিপজ্জনক জায়গায় বল পেয়ে যান ভিনিসিয়াস। মিলেনকোভিচ দ্রুত রিকভার করে বল উদ্ধার করেন। গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধেও অব্যাহত থাকে ব্রাজিলের চাপ। সার্বিয়া বেশ কয়েকটি আক্রমণ নস্যাৎ করে দিলেও শেষ রক্ষা হয়নি। ডেড লক ভাঙে এক ঘন্টার পরপর।

৬২ মিনিটে সার্বিয়ান বক্সের বাইরে বল পেয়ে ড্রিবল করে বক্সে ঢুকে যান নেইমার। তার কাছ থেকে বল পেয়ে বাম প্রান্ত থেকে জোরাল শট নেন ভিনিসিয়াস।

ভিনিসিয়াসের শট সার্বিয়ার গোলকিপার প্রতিহত করলেও, বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বলে শট নিয়ে গোল করে পুরো স্টেডিয়ামকে উল্লাসে ভাসান রিচার্লিসন।

পুরো বিশ্বকাপ ব্রাজিলের কাছ থেকে যে জাদুকরী মুহূর্তের অপেক্ষায় ছিল সেটি আসে মিনিট দশেক পর।

রিচার্লিসন আবারও স্কোরশিটে নাম ওঠান। ভিনিসিয়াসের পাসে বক্সে বল পেয়ে অসাধারণ সিজার কিকে বল জালে জড়ান টটেনহ্যাম হটস্পারে খেলা এ ফরোয়ার্ড। বিশ্বকাপের চলতি আসরের সেরা গোল হওয়ার দাবিদার তার স্ট্রাইক।

বাকি সময়ে ব্রাজিল আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি। আর সার্বিয়ার কাছ থেকে কার্যকরী ফুটবলও দেখা যায়নি।

ফলে, ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ৫বারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাদের একমাত্র চিন্তা নেইমারকে নিয়ে।

৮০ মিনিটে মাঠ ছেড়ে যাবার পর ডাগআউটে কিছুটা অস্বস্তিতে দেখা যায় বিশ্বের সবচেয়ে দামি এ ফুটবলারকে।

সেরে ওঠার জন্য দুই দিন সময় পাচ্ছেন নেইমার। সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল।

এ বিভাগের আরো খবর