২০ নভেম্বর থেকে শুরু হয়েছে কাতার বিশ্বকাপ। আর্জেন্টিনা ও জার্মানির মতো দলের হারের মধ্যে দিয়ে ইতোমধ্যে বেশ কয়েকটি অঘটন দেখেছে বিশ্ব। এ ছাড়া বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করে আলোচনায় আছে আয়োজক কাতারও। যদিও দেশটির সরকাররের দাবি, খেলা দেখতে আসা বিভিন্ন দেশের দর্শকদের প্রতি আতিথেয়তার জোর চেষ্টায় কাতার। তবে সরকার এটাও চাইছে, সমর্থকরাও তাদের দেশের সংস্কৃতি এবং নিয়মকে সম্মান জানাবে। আর এ কারণে দর্শকদের দেয়া হয়েছে কিছু বিধিনিষেধ।
অ্যালকোহল
টুর্নামেন্ট শুরু হওয়ার মাত্র দুই দিন আগে কাতার কর্তৃপক্ষ জানায়, আটটি বিশ্বকাপ স্টেডিয়ামে বসে বিয়ার খেতে পারবে না দর্শক। দ্য গার্ডিয়ান জানায়, অ্যালকোহল কেবল হসপিটালিটি বক্সে পাওয়া যাবে। এ ছাড়া ফ্যান জোনে সন্ধ্যা ৭টার পর ১২ পাউন্ড খরচে বুডওয়েজারের ৫০০ মিলিলিটার বিয়ার কেনা যাবে।
খাবার
খাবার নিয়েও বিশ্বকাপে কড়াকড়ি আরোপ করেছে কাতার। ইয়াহু নিউজের প্রতিবেদনে বলা হয়, শিশু খাবার বা চিকিৎসার কাজে ব্যবহৃত কোনো খাবার ছাড়া অন্য কিছু নিয়ে স্টেডিয়ামে ঢোকা যাবে না। দর্শকরা স্টেডিয়ামের নিচতলায় বসানো কিয়স্ক থেকে খাবার এবং সফট ড্রিঙ্কস সংগ্রহ করতে পারবেন। তবে তা স্টেডিয়ামের ভেতরে নেয়া যাবে না।
রেইনবো হ্যাট
আরব বিশ্বে সমকামিতা নিষিদ্ধ। আর এই সমকামীর প্রতীক হলো রেইনবো। এ জন্য রেইনবো টি-শার্ট বা হ্যাট পরে কাতার বিশ্বকাপের কোনো ম্যাচে উপস্থিত হওয়া যাবে না। সমকামী সম্প্রদায়ের সমর্থনে রেইনবো টি-শার্ট পরে সোমবার কাতারের একটি স্টেডিয়ামে ঢোকার চেষ্টাকালে অল্প সময়ের জন্য আটক হন আমেরিকার এক সাংবাদিক। এ ছাড়া সাবেক এক ফুটবলারকেও রেইনবো হ্যাট খুলে মাঠে প্রবেশ করতে হয়েছে।
খোলামেলা পোশাক
বিদেশি দর্শকদের খোলামেলা পোশাক পরতে বারণ করেছে কাতার কর্তৃপক্ষ। যদি কেউ এই নির্দেশ অমান্য করে তবে কাতারের আইন অনুযায়ী কারাদণ্ড হতে পারে তার।
কাতার সরকারের পর্যটনবিষয়ক ওয়েবসাইটে বলা হয়, পোশাক পরিধানের প্রতি কাতারের মনোভাব শিথিল। তবে দর্শকরা (পুরুষ ও নারী) জনসমক্ষে অতিরিক্ত খোলামেলা পোশাক পরিহার করে স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান দেখাবে বলে আশা করা হচ্ছে। সাধারণত পুরুষ এবং নারীর জন্য তাদের কাঁধ এবং হাঁটু পর্যন্ত ঢেকে রাখতে সুপারিশ করা হয়েছে।
ফুটবল খেলা
বিশ্বকাপে ফুটবল খেলার ওপরই নিষেধাজ্ঞা দিয়েছে কাতার সরকার। দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামের বাইরে দর্শকরা ফুটবল খেলতে পারবে না। বিভিন্ন দেশের অনেক দর্শক বুধবার খেলার চেষ্টা করলে, তাদের সেখান থেকে সরিয়ে দেয়া হয় বলে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো। মেট্রোতে গান গাওয়া
বিশ্বকাপে পছন্দের দল জয় পেলে দর্শকরা হোটেলে ফিরতে ফিরতে মেট্রো বা বাসে গান গেয়ে বা চিৎকার করে উদযাপন করে থাকে। কাতার সরকার এমন সমর্থকদের হইহুল্লোড় কমিয়ে উদযাপন করতে বলেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, মেট্রোতে একজন স্থানীয় নাগরিক এমন একটি ঘটনায় পুলিশের কাছে অভিযোগও করেছেন।
বাদ্যযন্ত্রস্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়, স্টেডিয়ামের ভেতরে তীব্র শব্দ সৃষ্টিকারী ডিভাইস বা যন্ত্র নিষিদ্ধ। এসবের মধ্যে আছে ভুভুজেলা, হুইসেল, লাউডস্পিকার।
এ ছাড়া নিউজিল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম স্টাফ ডট কো-এর প্রতিবেদনে বলা হয়, স্টেডিয়ামের ভেতর ফ্রিসবিস, সাইকেল, রোলারব্লেড, স্কেটবোর্ড, কিক স্কুটার এবং ইলেকট্রিক স্কুটার বা বেলুনের মতো জিনিসপত্র নেয়া নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া বেঞ্চ, ফোল্ডিং চেয়ার, বাক্স, কার্ডবোর্ডের পাত্র, ছাতা, বড় ব্যাগ, ব্যাকপ্যাক, স্যুটকেস এবং স্পোর্টস ব্যাগের মতো বড় জিনিসগুলোও মাঠে নেয়া যাবে না।