বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বড় জয়ের দিনেও দুঃসংবাদ পেল ফ্রান্স

  •    
  • ২৩ নভেম্বর, ২০২২ ১২:১২

ফরাসিদের হয়ে জোড়া গোল করেছেন অভিজ্ঞ ফরোয়ার্ড অলিভিয়ে জিরু। সাহায্য করার পাশাপাশি গোল করেছেন কিলিয়ান এমবাপে। বাকি দুই গোল আদ্রিও রাবিওর। 

বিশ্ব চ্যাম্পিয়নের মতোই এবারের বিশ্বকাপ শুরু করেছে ফ্রান্স। চোটের কারণে দল থেকে একের পর তারকা ছিটকে গেলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় নিয়ে শিরোপা ধরে রাখার মিশনে নেমেছে দলটি। অস্ট্রেলিয়ার সঙ্গে বড় জয়ের পরও দুঃসংবাদ যেন পিছু ছাড়ছে না দলটির।

এবার বিশ্বকাপের দল থেকে ছিটকে পড়তে পারেন ডিফেন্ডার লুকা এরনান্দেস। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পেয়েছেন এই বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার।

গ্রুপ 'ডি'-এর ম্যাচে মঙ্গলবার আল জানুব স্টেডিয়ামে আস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ গোলের বড় জয় তুলে নিয়েছে দিদিয়ের দেশমের দল।

ফরাসিদের হয়ে জোড়া গোল করেছেন অভিজ্ঞ ফরোয়ার্ড অলিভিয়ে জিরু। অন্যকে সাহায্য করার পাশাপাশি গোল করেছেন কিলিয়ান এমবাপে। বাকি গোলটি করেন আদ্রিও রাবিওর।

ম্যাচের শুরুটা ভালো হয়নি ফ্রান্সের। ৯ মিনিটের মাথায় গোল হজম করতে হয়েছে তাদের। অস্ট্রেলিয়ার হয়ে লিড নেন মিডফিল্ডার ক্রেইগ গুডউইন।

এর কিছু সময় পর ফ্রান্সের লেফট ব্যাক এরনান্দেস মাঠ ছাড়েন হাঁটুর চোট নিয়ে। বদলি হিসেবে নামেন তার ভাই থিও এরনানদেস। এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দলটি। সফলতা আসে ২৭তম মিনিটে। এরনানদেসের বাড়ানো বলে দারুণ হেডে ফ্রান্সকে সমতায় ফেরান আদ্রিয় রাবিও।

এর দুই মিনিট পর আবারও উল্লাসে মেতে ওঠে ফ্রান্স। এবার রাবিওর কাছ থেকে বল পেয়ে গোল করেন অলিভিয়ে জিরু। এতে করে ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় দল দুটি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই অস্ট্রেলিয়ার ওপর আরও চড়াও হয় ফরাসিরা। ৬৮তম মিনিটে উসমান ডেম্বেলের কাছ থেকে বল পেয়ে স্কোরলাইন ৩-১ এ পরিণত করেন পিএসজি তারকা এমবাপে।

৭১তম মিনিটে গোলের হালি পূর্ণ করেন জিরু। আর তাতেই ৪-১ গোলের বড় জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে বর্তমান শিরোপাধারীরা।

ম্যাচ শেষে কোচ দিদিয়ের দেশম নিশ্চিত করেননি এরনান্দেসের চোটের বিষয়টি। তবে অধিনায়ক ও কোচের কথায় অনেকটাই স্পষ্ট, এই ডিফেন্ডারের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ঘোষণা আসতে পারে যেকোনো সময়।

বিশ্বকাপের আগে থেকে এখন পর্যন্ত ৫ ফুটবলার চোটে ছিটকে গিয়েছেন ইনজুরির কারণে। আনুষ্ঠানিক ঘোষণা এলে সেই তালিকায় যুক্ত হবেন এরনান্দেসও।

এ বিভাগের আরো খবর