বিশ্বকাপের আসর যেন বসেই অঘটনের জন্ম দিতে। হোক সেটা ক্রিকেট বা ফুটবল। অঘটনের জন্ম দুই খেলার বিশ্বকাপে নতুন কিছু না। বৈশ্বিক টুর্নামেন্টের প্রতি আসরেই ঘটে কোন না কোন অঘটন।
কাতার বিশ্বকাপও অঘটনের জন্ম দেয়ায় কোন কমতি রাখেনি। বিশ্বকাপ শুরুর তিন দিনের মাথায়ই অবিশ্বাস্য এক অঘটনের স্বাক্ষী হল ফুটবলভক্তরা। সৌদি আরবের কাছে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হেরে বসেছে এ আসরের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা।
১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের মুখ দেখল আকাশী নীলরা। ৩৬ বছরের শিরোপা খরা কাটানোর মিশনে তারা আগের ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল। কিন্তু বিশ্বকাপ যাত্রার শুরুতেই হারকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটিকে।
চলুন এক নজরে দেখে আসি ফিফা বিশ্বকাপে ঘটা বড় অঘটনের কয়েকটি।
যুক্তরাষ্ট্র বনাম ইংল্যান্ড- ১৯৫০: বিশ্বকাপ শুরুর ২০ বছর পর ফুটবল বিশ্ব স্বাক্ষী হয়েছিল প্রথম অঘটনের। গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ড হোঁচট খেয়ে বসে অপেক্ষাকৃত দুর্বল দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ১-০ গোলে ইংলিশদের হারিয়ে বিশ্বকাপের প্রথম অঘটনের জন্ম দিয়েছিল আমেরিকা।
নর্থ কোরিয়া বনাম ইতালি- ১৯৬৬: ফিফা বিশ্বকাপে ঘটা দুর্ঘটনার ভেতর অন্যতম ১৯৬৬ সালের বিশ্বকাপের আসরে গ্রুপ পর্বে নর্থ কোরিয়ার বিপক্ষে ইতালির হেরে যাওয়াটা। কোরিয়ার কাছে ১-০ ব্যবধানে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল ইতালিকে।
নর্দান আয়ারল্যান্ড বনাম স্পেন- ১৯৮২: ঘরের মাঠে বিশ্বকাপের ১৯৮২ সালের আসরে গ্রুপ পর্বে সবাইকে হতবাক করে দিয়ে নর্দান আয়াল্যান্ডের কাছে হেরে বসে স্বাগতিক স্পেন। আর ১-০ গোলের ব্যবধানে সেই হারের মধ্য দিয়ে গ্রুপ পর্বেই বিশ্বকাপ মিশন শেষের পথ তৈরি হয় স্বাগতিকদের।
ইতালি বনাম ব্রাজিল- ১৯৮২: স্পেনে বসা ফিফা বিশ্বকাপের দ্বাদশ আসরের গ্রুপ পর্ব থেকেই অঘটন পিছু লেগে ছিল। আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে স্পেনার বিদায়টা ছিল ১৯৮২ বিশ্বকাপের প্রথম অঘটন। আর দ্বিতীয় পর্বে সেই বিশ্বকাপের হট ফেভারিট ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ থেকে বিদায় করে দেয় ছন্নছাড়া ইতালি। নক আউট পর্বের সেই ম্যাচে ৩-২ গোলে হেরে ব্রাজিলকে বিদায় নিতে হয়েছিল বিশ্বকাপ থেকে।
ক্যামেরুন বনাম আর্জেন্টিনা- ১৯৯০: ৮৬’র বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন থেকে ১৯৯০ সালে ইতালিতে নিজেদের তৃতীয় শিরোপার মিশনে গিয়েছিল আর্জেন্টিনা। সেই আসরে ফাইনালে উঠলেও দগদগে ক্ষতের মতো বিশ্বকাপের পুরো আসরজুড়ে তাদের জ্বালিয়েছে গ্রুপ পর্বে ক্যামেরুনের বিপক্ষের পরাজয়। সেই বিশ্বকাপটি ছিল ক্যামেরুনের দ্বিতীয় বিশ্বকাপ। শক্তি সামর্থের দিক দিয়ে যোজন দূরে ছিল আফ্রিকার দেশটি।
কিন্তু তারপরও গ্রুপ পর্বে তারা আর্জেন্টিনাকে ধরাশায়ী করে ১-০ ব্যবধানে। একইসঙ্গে বিশ্বকাপে প্রথমবারের মতো নক আউট পর্ব নিশ্চিত করে আফ্রিকার দেশটি।
বুলগেরিয়া বনাম জার্মানি- ১৯৯৪: যুক্তরাষ্ট্রে বসা ফিফা বিশ্বকাপের ১৫তম আসরের কোয়ার্টার ফাইনালে ঘটেছিল এক অঘটন। পুরো আসরে দুর্দান্ত ফর্মে থাকা জার্মানি সেবার ছিল অন্যতম শিরোপা প্রত্যাশী। কিন্তু কোয়ার্টার ফাইনালে এসে বড় রকমের হোঁচট খেতে হয় তাদের।
অপেক্ষাকৃত কম শক্তিশালী দল বুলগেরিয়ার বিপক্ষে শুরুতে লিড নিয়েও তিন মিনিটের মাথায় দুই গোল হজম করে বিশ্বকাপ থেকে সে আসরের জন্য বিদায় নিতে হয়েছিল অলিভার কানদের।
সেনেগাল বনাম ফ্রান্স- ২০০২: বিশ্বকাপের সেই আসরটি যৌথভাবে আয়োজন করেছিল কোরিয়া ও জাপান। এ বিশ্বকাপে শুরুতেই ঘটে বড় এক অঘটন। বিশ্বকাপের প্রথম ম্যাচেই শিরোপাধারী ফ্রান্সকে হারিয়ে বসে পুচকে সেনেগাল। ১-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ শুরু করে আগের আসরের শিরোপাধারী দল পরের বিশ্বকাপে এসে গ্রুপ পর্বটাই উৎরাতে ব্যর্থ হয়।
সুইজারল্যান্ড বনাম স্পেন- ২০১০: সাউথ আফ্রিকায় বসা ২০১০ সালে বিশ্বকাপের ১৯তম আসরে হট ফেভারিট হয়ে বিশ্বকাপ শুরু করা স্পেন নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খায় সুইজারল্যান্ডের বিপক্ষে। ১-০ গোলে হার দিয়ে বিশ্বকাপ শুরু করলেও শেষ পর্যন্ত শিরোপার স্বাদটা ঠিকই পেয়েছিল স্প্যানিশরা। কিন্তু সেই হারের ব্যথা বিশ্বকাপ জয়ের মাধ্যমেও বোধহয় ঘোচানো সম্ভব হয়নি স্পেনের পক্ষে।
আর্জেন্টিনা বনাম সৌদি আরব- ২০২২: ফুটবল বিশ্বকাপের সবশেষ অঘটন ঘটেছে সৌদি আরবের হাত ধরে। ১৯৯৪ সালের পর আলোচনার বাইরে থাকা দলটি কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচেই চমক সৃষ্টি করেছে।
এবারের আসরের ফেভারিট ও দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকে হারিয়ে বসেছে তারা। এই হারের মাধ্যমে ১৯৯০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের শুরুটা হার দিয়ে হল আর্জেন্টিনার।
আর্জেন্টিনার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও ৪ মিনিটের মাথায় জোড়া গোল করে জয় বাগিয়ে নিয়েছে আনক্যাপড সৌদি।
র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার চেয়ে যোজন দূরে থাকা দলটি একইসঙ্গে জন্ম দিয়েছে চলতি বিশ্বকাপের প্রথম অঘটনের। এটি আকাশী নীলদের বিপক্ষে তাদের প্রথম জয়।