সাম্প্রতিক সময়ে বিতর্ক আর ক্রিস্টিয়ানো রোনালডো যেন হয়ে দাঁড়িয়েছেন একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। ক্যারিয়ারে ৪টি বিশ্বকাপ খেললেও এখন পর্যন্ত শিরোপার স্বাদ পাননি পর্তুগিজ এই তারকা।
নিজের পঞ্চম বিশ্বকাপের মিশনে এসে সব বিতর্ক পেছনে ফেলে শিরোপার দিকে চোখ রেখেই কাতারে পা রাখলেন রোনালডো আর তার দল পর্তুগাল। শনিবার সকালে কাতার পৌঁছায় পর্তুগাল। কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টিম বাসে করে সরাসরি হোটেলের যায় সাবেক ইউরো চ্যাম্পিয়নরা।
নাইজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত এক জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতিটা সারে পর্তুগাল। সেই ধারা ধরে রেখেই বিশ্বকাপ মিশন শুরু করতে চায় পর্তুগিজরা।
চলতি বিশ্বকাপে তারা রয়েছে গ্রুপ এইচে। এই গ্রুপে তাদের সঙ্গী ঘানা, উরুগুয়ে ও সাউথ কোরিয়া। ২৪ নভেম্বর ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু হবে পর্তুগালের। এরপর ২৯ নভেম্বর উরুগুয়ে ও ২ ডিসেম্বর সাউথ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে ফার্নান্দো সান্তোসের দল।