বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কোচকে নিয়ে মন্তব্য: স্টেডিয়াম থেকে সরানো হলো রোনালডোর ছবি

  •    
  • ১৭ নভেম্বর, ২০২২ ১১:০৩

টেন হাখকে নিয়ে সাক্ষাৎকারে রোনালডো বলেন, ‘তার জন্য আমার কোনো সম্মান নেই। কারণ তিনি আমাকে সম্মান দেখান না। আমাকে কেউ সম্মান না দিলে আমি তাকে সম্মান দিই না।’

নিজ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও দলটির কোচ এরিক টেন হাখকে নিয়ে ক্ষুব্ধ মন্তব্যের জেরে ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়াম থেকে সরানো হয়েছে ক্রিস্টিয়ানো রোনালডোর ছবি।

সানস্পোর্টের সাংবাদিক পিয়ার্স মরগানকে সম্প্রতি সাক্ষাৎকার দেন পর্তুগিজ তারকা রোনালডো। ওই সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেড ও দলটির প্রধান কোচ এরিক টেন হাখকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎকারের পর প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাবটি রোনালডোর ছবি সংবলিত একটি ম্যুরাল সরিয়ে দিয়েছে। ভিডিওতে দেখা যায়, ওল্ড ট্রাফোর্ডের স্টেডিয়ামের কাচের দেয়ালে বড় স্টিকার দিয়ে লাগানো ছিল রোনালডোর ছবি। সে ছবি তুলে ফেলা হয়েছে।

এর আগে পিয়ার্স মরগানের সঙ্গে সেই সাক্ষাৎকারে রোনালডো বলেছিলেন, ক্লাবটি তার সঙ্গে প্রতারণা করেছে এবং টেন হাখের প্রতি তার কোনো সম্মান নেই।

এমনকি স্যার অ্যালেক্স ফার্গুসন বিদায় নেয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোনো উন্নতি হয়নি বলেও জানিয়েছিলেন ৩৭ বছর বয়সী এ তারকা।

টেন হাখকে নিয়ে রোববারের সাক্ষাৎকারে রোনালডো বলেছিলেন, ‘তার জন্য আমার কোনো সম্মান নেই। কারণ তিনি আমাকে সম্মান দেখান না। আমাকে কেউ সম্মান না দিলে আমি তাকে সম্মান দিই না।’

রোনালডো আরও দাবি করেন, আগের মৌসুমেও তাকে বের করে দেয়ার চিন্তাভাবনা করেছিল ক্লাব কর্তৃপক্ষ। গত মাসে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচের শেষের দিকে বদলি হিসেবে রোনালডোকে নামাতে চেয়েছিলেন টেন হাখ, কিন্তু বদলি হিসেবে নামতে রাজি হননি তিনি। মাঠ ছেড়ে চলে যান। পরের ম্যাচে শাস্তি হিসেবে চেলসির বিপক্ষে সিআর সেভেনকে মাঠে নামাননি কোচ।

পর্তুগালের অধিনায়ক মনে করেন, তার সঙ্গে উদ্দেশ্যমূলকভাবে এমন আচরণ করা হচ্ছে।

তিনি বলেন, ‘আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আমাকে নিশানা করা হচ্ছে। আমি এই ক্লাবে থাকি, সেটা অনেকে চায় না।

‘শুধু এই বছর নয়, আগের বছরও তারা সেটাই চেয়েছিল। শুধু কোচই নয়, কয়েকজন সিনিয়র ফুটবলার এবং কর্মকর্তা আমাকে ঘিরে ষড়যন্ত্র করছে। আমি প্রতারিত হয়েছি।’

এ বিভাগের আরো খবর