টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় নিতে হয়েছে নিউজিল্যান্ড। দল ভালো খেললেও দলের অধিনায়ক কেইন উইলিয়ামসন ছিলেন নিজের ছায়া হয়ে।
সে কারণেই বিশ্বকাপের পর গুঞ্জন ওঠে টি-টোয়েন্টি থেকে তার সরে যাওয়া নিয়ে। আগুনে ঘি ঢেলে দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ আট বছরের সম্পর্ক ছিন্ন করেছে তার সঙ্গে। ফলে সেই গুঞ্জন আরও বেড়ে যায়।
সব জল্পনার অবসান ঘটিয়েছেন উইলিয়ামসন নিজে। এখনই অবসরের কথা ভাবছেন না তিনি। তিন ফরম্যাটেই খেলা চালিয়ে যাওয়ার কথা তিনি নিজে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। ভারতীয় এক ক্রিকেট সাইটকে এমনটাই বলেছেন তিনি।
উইলিয়ামসন বলেন, ‘আমি সব ফরম্যাটের ক্রিকেট খেলতেই ভালোবাসি। তিন ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার যে চ্যালেঞ্জ সেটা আমি উপভোগ করি। এটাও বলব, তিন ফরম্যাটে স্ট্রাইকের মধ্যে সামঞ্জস্য আনাও জরুরি।’
‘ক্রিকেটার এমনও আছে যারা লম্বা সময় ধরে এসব নিয়ন্ত্রণ করে খেলছে। এই দিকটায় পরিষ্কার ধারণা থাকা দরকার। সতেজ থাকা জরুরু, যাতে করে দলের যা প্রয়োজন সেরাটা দিতে আপনি মুখিয়ে থাকেন।’