শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন অলিম্পিকে অংশ নেয়া তারকা আর্চার রোমান সানা। ২০১৯ সালে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত আর্চারি বিশ্বকাপে বাংলাদেশকে ব্রোঞ্জ পদক এনে দিয়েছিলেন তিনি। নিষেধাজ্ঞা মঙ্গলবার থেকে কার্যকর হবে।
আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ সোমবার সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শৃঙ্খলাজনিত কারণে কার্যনির্বাহী কমিটি রোমানের বিষয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই দুই বছর সব ধরণের আর্চারি ইভেন্ট থেকে নিষিদ্ধ করা হয়েছে সানাকে।’
এই দুই বছর আন্তর্জাতিক ও ঘরোয়া টুর্নামেন্টে অংশ না নিতে পারলেও, ব্যক্তিগত অনুশীলন এবং জিম করার সব সরঞ্জাম ইতোমধ্যেই সানাকে সরবরাহ করা হয়েছে।
ঘটনার সূত্রপাত কিছুদিন আগে টঙ্গির শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে আর্চারদের অনুশীলন ক্যাম্পের সময়। অনুশীলন ক্যাম্পে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছিল রোমান সানার বিরুদ্ধে। পরে তদন্তের পর সেই অভিযোগের সত্যতার প্রমাণ পায় আর্চারি ফেডারেশন।
নিষেধাজ্ঞার বিষয়ে সংবাদমাধ্যমকে রোমান সানা বলেন, 'আমি তো শোকজের উত্তরে নিজের আচরণে কারণে ক্ষমা চেয়েছিলাম। আসলে মাঝে মধ্যে মাথা গরম হয়ে যায়। এখন স্যারদের সঙ্গে কথা বলে দেখি। নিষিদ্ধ হলে তো কিছুই করা যাবে না।'