মৌসুমের শুরুর থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সময়টা ভালো যাচ্ছে না পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালডোর। ক্লাবটির ম্যানেজার এরিক টেন হাখের সঙ্গে পর্তুগিজ তারকার বনিবনা হচ্ছে তা এখন স্পস্ট।
রোববার ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেয়া এক সাক্ষাৎকারে ৫ বারের ব্যালন ডর জয়ী এ তারকা ক্ষোভ প্রকাশ করেছেন টেন হাখ ও ক্লাব সংশ্লিষ্টদের বিষয়ে। কোনো রাখঢাক না রেখেই বলেছেন যে, কোচের প্রতি তার কোনো সম্মান নেই। এমনকি, স্যার অ্যালেক্স ফার্গুসন বিদায় নেয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোনো উন্নতি হয়নি বলেও জানান ৩৭ বছর এ তারকা।
টেন হাখের সম্পর্কে রোনালডো বলেন, ‘তার জন্য আমার কোনো সম্মান নেই। কারণ তিনি আমাকে সম্মান দেখান না। আমাকে কেউ সম্মান না দিলে আমি তাকে সম্মান দিই না।’
রোনালডো আরও দাবি করেন, আগের মৌসুমেও তাকে বের করে দেয়ার চিন্তা ভাবনা করেছিল ক্লাব কর্তৃপক্ষ। গত মাসে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে রোনালডোকে নামাতে চেয়েছিলেন টেন হাখ। কিন্তু বদলি হিসেবে নামতে রাজি হননি তিনি। মাঠ ছেড়ে চলে যান। পরের ম্যাচে শাস্তি হিসেবে চেলসির বিপক্ষে সিআর সেভেনকে মাঠে নামাননি কোচ।
তার সঙ্গে উদ্দেশ্যমূলকভাবে এমন আচরণ করা হচ্ছে বলে মনে করেন পর্তুগালের অধিনায়ক।
তিনি বলেন, ‘আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আমাকে নিশানা করা হচ্ছে। আমি এই ক্লাবে থাকি, সেটা অনেকে চায় না। শুধু এই বছর নয়, আগের বছরও তারা সেটাই চেয়েছিল। শুধু কোচই নয়, কয়েকজন সিনিয়র ফুটবলার এবং কর্মকর্তা আমাকে ঘিরে ষড়যন্ত্র করছে। আমি প্রতারিত হয়েছি।’