পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের শিরোপা ঘরে তুলেছে ইংল্যান্ড। সেই সুবাদে ১২ বছরের শিরোপা খরা কাটানোর পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা ঘরে তুলল ক্রিকেটের জনকেরা।
রান তাড়ায় শুরুতে পিছিয়ে পড়লেও স্নায়ুচাপ সামলে জয় বাগিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। বিশ্বকাপ পুনরুদ্ধার করায় প্রশংসায় ভাসছে টিম ইংল্যান্ড।পিছিয়ে নেই বাংলাদেশের ক্রিকেটাররাও। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে শিরোপাজয়ীদের শুভেচ্ছা জানাচ্ছেন তারা।
নিজের ফেসবুক পেইজে জাতীয় দলের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম লিখেছেন, ‘ইংল্যান্ডকে অনেক অনেক অভিনন্দন। তারা যোগ্য হিসেবেই বিশ্বকাপ জিতে নিয়েছে।’
জাতীয় দলের পেইসার রুবেল হোসেন লিখেছেন, ‘অভিনন্দন টিম ইংল্যান্ড।’
তরুণ অলরাউন্ডার মেহেদি মিরাজ লিখেছেন, ‘অভিনন্দন ইংল্যান্ড।’